গৌরীশংকর মহাপাত্র, এগরা : পূর্ব মেদিনীপুর জেলার এগরা সারদা শশিভূষণ কলেজে গীতা শাস্ত্রের প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা নিয়ে বিশ্ববিদ্যালয় অনুমোদিত এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয় ১৬ এপ্রিল মঙ্গলবার।কলেজের সংষ্কৃত বিভাগ আয়োজিত এই সেমিনারের দীপজ্বেলে উদ্বোধন করেন ইনষ্টিটিউট অফ কালচার,রামকৃষ্ণ মঠ ওমিশন
কোলকাতা গোলপার্কের স্বামী সুপর্ণানন্দজী মহারাজ,সঙ্গে গবেষক ড শক্তি প্রসাদ মিশ্র,গোলপার্ক রামকৃষ্ণ মঠ ও মিশন,পুরী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড সদানন্দ দীক্ষিত, কলেজের আই সি কি ইউ কো অর্ডিনটর অধ্যাপক ড আলোয় চাঁদ বিশ্বাস প্রমুখ।উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কলেজের আংশিক অধ্যাপক স্বপন কুমার মিশ্র।সভায় পৌরোহিত্য করেন কলেজ অধ্যক্ষ ড দীপক তামিলি। পরিচালনায় বিভাগীয় প্রধান অধ্যাপক ড জনেশরঞ্জন ভট্টাচার্য। গীতা শ্রীকৃষ্ণের মুখ নিষ্মৃত বানী সম্বলিত ধর্ম পুস্তক, কুরুক্ষেত্রের ১৮ দিনের যুদ্ধে রথী-মহারথী দের অসহায় করুন পরিনতি চিত্রিত। তাই দেশের তথা বাঙ্গালীর প্রতি পরিবারে তুলসী তলায় দেব জ্ঞানে পূজিত হয়, মৃত্যু কালে দু ছাঁদ শ্নোক শ্রবনে যেন চিরশান্তি, মৃত্যু কালে গীতা সঙ্গী হলে পরিবারের কল্যাণ মানসে শিয়রে গীতা শোভা পায়। এমন ই আলোচনায় উপস্থাপন করেন মুখ্য আলোচক স্বামীজী।এটি আধুনিক রাজনীতির আতুড়ঘর বলে বহু গবেষক মনে করেন ।সেমিনারে খড়্গপুর,মেদিনীপুর, বেলদা,পাঁশকুড়া,তমলুক, হলদিয়া, নন্দীগ্ৰাম্ প্রভৃতি কলেজের অধ্যপক অধ্যাপিকা এবং কলেজে।র স্মাতক ও স্মাতকোত্তর বিভাগের প্রায় ২০০ ছাত্র ছাত্রী অংশ নেয়। পুরো সেমিনারে ব্যবস্থাপনায় বিভাগীয় অধ্যাপক ড তন্ময় সিংহ, অধ্যাপক অন্তরা ভট্রাচার্য ও অধ্যাপক তারা পদ মিশ্র। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান কলেজ অধ্যক্ষ ড দীপক তামিলি।