গৌরীশ‌ংকর মহাপাত্র,এগরা : পূর্ব মেদিনীপুর জেলার এগরা সারদা শশিভূষণ কলেজের প্রানীবিদ‍্যা বিভাগ আয়োজিত এক দিনের সেমিনার হয় বৃহস্পতিবার।

    স্নাতক ও স্নাতকোত্তর বিভাগের এই সেমিনারের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি তথা কলেজ অধক্ষ্য ড দীপক কুমার তামিলি, সঙ্গে মুখ‍্য আলোচক প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড নির্মল সরকার, বিদ‍্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড সাগর আচার্য্য, কলেজে আই কিউ সি উ কো – অর্ডিনেটর অধ্যাপক ড আলোয় চাঁদ বিশ্বাস, কলেজের প্রাণী বিদ্যা বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক ড সুদীপ্ত ঘোড়াই, অধ্যাপক দেবজ্যোতি প্রধান প্রমুখ।

      দৈনন্দিন জীবনে প্রসেস ফুডের প্রভাব নিয়ে আলোচনা সভায় চাওমিন,ফুচকা, বিরিয়ানী প্রভৃতি চাইনিজ মুখরোচক খাবার গুলির কুফল নিয়ে বিস্তৃত আলোচনা শেষে কাঁচা ভেজা ছোলা,বাদাম,মটরদানার ভেষজ অবদান তুলে ধরা হয়।অংশগ্রহণে বাজকূল মিলনী,বেলদা, রামনগর,নন্দী গ্ৰাম সীতানাথ,পাঁশকুড়া বনমালী কলেজ সহ আয়োজক কলেজের স্নাতকোত্তর প্রায় ২০০ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। শেষে অংশগ্রহন কারীদের ধন‍্যবাদ জানান কলেজ অধ‍্যক্ষ ড দীপক তামিলি।‌

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *