গৌরীশংকর মহাপাত্র,এগরা :পূর্ব মেদিনীপুর জেলার এগরা সারদা শশিভূষণ কলেজে তিন দিনের জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ৯-১১এপ্রিল।
“ডিএন এ বারকোর্ডিং তথা উপকূলীয় প্রাণীদের প্রজাতি নি্র্ণয় প্রশিক্ষণ “শীর্ষকইউ জি সি নির্দেশিত এই কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি তথা কলেজ অধ্যক্ষ ড দীপক তামিলি, সঙ্গে প্রধান ও সম্মানীয় দুই অতিথি কলিকাতা ইনডিয়ান ইস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ (আইজার)এর আলোচক বিজ্ঞানী অধ্যাপক ড পুন্যশ্লোক ভাদুড়ী ও ড অন্বেষা ষোষ,কলেজের আই সি কি ইউ কো অর্ডিনটর অধ্যাপক ড আলোয় চাঁদ বিশ্বাস,প্রাণীবিদ্য বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক ড সুদীপ্ত ঘোড়াই, অধ্যাপক দেবজ্যোতি প্রধান প্রমুখ।আলোচকগন সমুদ্র উপকূলীয় জীব বৈচিত্র্যের আনবিক সনাক্ত করণের পদ্ধতি স্তরে স্তরে আলোচনা করেন।আমারা প্রাণীর বাহ্যিক গঠন দেখে মানুষ, বানর,বিড়াল, বায,হাতী ,ঘোড়া সনাক্ত করি, কিন্তু জীবাষ্মের স্ক্যলিটনে মানুষ-বানর,বিড়াল-বাঘের মিল রয়েছে ,এই আপাত মিলের মধ্যেও অমিলটি সনাক্ত করতে প্রাণীর জিনগত তথা জেনেটিক্স বৈশিষ্ট্য চচ্চা জরুরি। আর এই কারনেই যখন আদালত পিতৃত্বের বিড়ম্বনায় পড়েন ডিএন টেস্টের নির্দেশ দেন চূড়ান্ত সমাধানের লক্ষ্যে।
আলোচক ডঃ ভাদুড়ীরআলোচনায়এমনই গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের, পাঁশকুড়া বনমালী, মহিষাদল রাজ ,বাজকূল মিলনী,তাম্রলিপ্ত এবং এগর কলেজের স্মাতকোত্তর ৩০ ছাত্র -ছাত্রী অংশগ্ৰহ করেন।অনেকেরই এমন আলোচনায় আংশ নিতে না পারার আফশোষ রয়েছে। তিন দিনের কর্মশালা শেষে অংশগ্রহণ কারী সকলকে ধন্যবাদ জানান কলেজ অধ্যক্ষ ড দীপক কুমার তামিলি।