শুভম সিং , তমলুক : শনিবার পূর্ব মেদিনীপুর
জেলা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন তমলুক ও কাঁথি দুই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নষ্কর (তমলুক)এবংডঃ দেবাশীষ সানন্ত ও সৌরিন্দ্র মোহন জানা (কাঁথি)।


    এদিন বিশাল পদযাত্রার মধ‍্যদিয়ে জেলা শাসকের অফিসে মনোনয়ন পত্র জমা দিলেন সিদ্ধার্থ নষ্কর এবংডঃ দেবাশীষ সামন্ত ও সৌরিন্দ্র মোহন জানা। মিছিলে পা মেলান প্রার্থী সিদ্ধার্থ নষ্কর , ড:দেবাশীষ সামন্ত ও সৌরিন্দ্র মোহন জানা, কাঁথি লোকসভা কেন্দ্রের কনভেনর ড: অমলেন্দু পাহাড়ি, জেলা সহ সভাপতি রমাকান্ত প্রধান, সাধারণ সম্পাদক মানস রায়,অখন্ড পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি মলয় সিনহা ও দীপক মিশ্র সহ সমস্ত মন্ডল নেতৃত্বে ও দলীয় সমর্থকগণ ।


      প্রার্থী সিদ্ধার্থ নষ্কর বলেন , এই যুদ্ধ আমার আপনার সকলের তাই আপনারা এই যুদ্ধের সৈনিক, আপনারা এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন তাতে যত রকম সাহায্য লাগে সাহায্য করবো।
      এই এলাকার প্রার্থী হওয়ার জন্য ও তমলুকের মাটিকে শক্ত করার লক্ষ্যে অমিত সাহা ও কৈলাস জির কথায় আমি আজ এলাকার প্রার্থী হয়েছি। এই যুদ্ধে মোদিকে ক্ষমতায় আনতে হবে এই প্রতিজ্ঞা নিয়েকর্মীদের ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানান ।এদিকে কাঁথি কেন্দ্রে দল সৌরিন্দ্র মোহন জানার মনোনয়ন করিয়েছেন ড‍্যামি প্রার্থী হিসেবে ।

        প্রসঙ্গত ডঃ দেবাশীষ সামন্ত সরকারি চাকরি ছাড়লেও সরকারের পক্ষ থেকে এখনো তা মেনে নেওয়া হয়নি।বিষয়টি সরকারের পক্ষে ঝুলে থাকায় দেবাশীষ বাবু হাইকোর্টে দারস্ত হয়েছেন , প্রত‍্যাহারের সময় সীমার মধ্যে আদালতে চুড়ান্ত রায় না হয় তাহলে দল বিপদে পড়তে পারে।দল উত্তরবঙ্গের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সৌরিন্দ্র মোহনের মনোনয়ন করিয়ে রাখলেন। সৌরিন্দ্র মোহন দক্ষিণ কাঁথি বিধান সভা উপ নির্বাচনে চন্দ্রিমা ভট্রাচার্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দলের ব‍্যবধান সম্মান জনক যায়গায় এনে পরাজিত হন। তিনি প ব প্র শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি ও এক সময় কাঁথি-১পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *