গৌরীশ‌ংকর মহাপাত্র, এগরা : মেদিনীপুর গোপকলেজের প্রয়াত অধ‍্যক্ষা উদার ও মহৎ শিক্ষাব্রতী ড সুশীলা মন্ডলের জন্ম শতবার্ষিকীতে শনিবার স্মৃতিচারণ সভার আযোজন করেন এগরা ও কাঁথি জন্মশত বর্ষ উদ যাপন কমিটি।

    এগরা জে এল হাইস্কুলে প্রাক্তন শিক্ষক কবি অমর মাইতির পৌরোহিত‍্যে প্রয়াত শিক্ষাব্রতীর ফটোতে পুষ্পার্ঘ্য দিয়ে স্মৃতি চারণয় তার বর্ণময় কর্মজীবন তুলে ধরতে গিয়ে নব গঠিত স্মৃতিরক্ষা কমিটির সভাপতি এবং প্রয়াত অধ‍্যক্ষার ছাত্রী তথা কাঁথি হিন্দু বালিকা বিদ‍্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা ড ছবি দাস মহাপাত্র বলেন-আবিভক্ত বাংলার কুমিল্লা জেলার বাতাবেড়িয়ায় দিদির জন্ম ১৯২০সালের ২০শে এপ্রিল, শিক্ষালাভে দেশ ভাগের আগে এখানে থেকে যান ,শিক্ষাবিস্তারে নিজ উদ্যোগে স্কুল খোলেন।

      কর্মরত কালে গঠন করেন ঈশ্বরচন্দ্র বিদ‍্যাসাগর মেমোরি য়াল ট্রাস্ট, ও ট্রাস্ট পরিচালিত বিদ‍্যাসাগর গ্ৰন্থাগার ও গবেষণা কেন্দ্র।জাহালদা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ডঃ কালীপদ প্রধান বলেন-তার সেবাশীলতা নজর কাড়ে তৎ কালীন মুখ‍্যমন্ত্রী ডাক্তার বিধান রায়ের, তিনি ১৯৫৮সালে রাজা নরেন্দ্র লাল খান তথা গোপ কলেজের অধ‍্যক্ষা পদে দিদিকে নিয়োগ করেন। স্মৃতি চারণ করেনপ্রাক্তন অধ্যাপক বিজন দাস ,ষড়রং এন এন হাইস্কুলের প্রধান শিক্ষক শিক্ষারত্ন বীরকুমার শী , শিশুচিকিৎসক ডা এন কে প্রধান, পালপাড়া কলেজের গ্ৰন্থাগারিক সত্যপদ সাহু প্রমুখ। ২০ জনের একটি কমিটি গঠিত হয় যুগ্ম সম্পাদক সবিতা দাস ওঅনুপ প্রধান।সমগ্ৰ অনুষ্ঠানে সঞ্চালনায় মঞ্জু সেনাপতি।
      অনু্রূপ স্মৃতিচারনের আয়োজন কাঁথি মহকুমা শাখার উদ্যোগে কিশোরনগর ক্ষুদিরাম স্মৃতি মঞ্চে প্রাক্তন শিক্ষক জগদীশ চন্দ্র ঘোড়াইর পৌরোহিত‍্যে।স্মৃতিচারণায় আংশ নেয় ধান্দালীবাড় হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রীনা দাস, কাঁথি
      জাতীয় বিদ‍্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা বাসন্তী জানা, বাহিরী হাইর প্রাক্তন প্রধান শিক্ষক চিত্তরঞ্জন জানা,দেবকুমার রায়,অঞ্জলী জানা, কেশব দাস,মহামায়া রায় প্রমুখ।মুখ‍্য আলোচক জেলা কমিটির অসীমা পাহাড়ি।সঞ্চালনায় শিক্ষিকা আভা মহাপাত্র।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *