গৌরীশ‌ংকর মহাপাত্র,কাঁঁথি :
পূর্ব মেদিনীপুরে জেলার পটাশপুর ব্লক-২এর আড়গোয়াল অঞ্চলের (গুমটী)সমসপুর সাথী সংঘের ষোড়শ বার্ষিক তিন দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ২১এপ্রিল রবিবার কংতীদের পুরষ্কার বিতরণী র মাধ্য দিয়ে।

    ১৯এপ্রিল থেকে ক্রীড়া প্রতিযোগিতা, অঙ্কন,আবৃত্তি প্রতিযোগিতা, নৃত্য ও সংগীতের reality programme, ভলিবল প্রতিযোগিতা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, মাধ‍্যমিক-উচ্চমাধ‍্যমিকের কৃতিদের সংবর্ধনা প্রদান, সংঘ পরিচালিত মেধা অভীক্ষার পুরস্কার প্রদানর প্রভৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাটক পরিবেশন করেন ‘রঙ্গপীঠ নাট‍্যগোষ্ঠী’ চন্দননগর–“সেবায়ন ২৪*৭”।অনুষ্ঠানের শেষ দিন মঞ্চ আলোকিত করেন শ্রীরামপুর পঞ্চায়েতের উপ প্রধান ডা দীলিপ কুমার রায়, পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ‍্যক্ষ কল‍্যাণ কুমার মাইতি ও শিবানী নন্দ গোস্বামী, সমাজসেবী মানব পড়ুয়া প্রমুখ।

      শুক্রবার ঘটাকরে তিন দিনের অনুষ্ঠানের উদ্বোধন পর্বে ছিলেন আড়গোয়াল পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান মৌমিতা পালস (সর্দার)ও আপরেশ সাঁতরা, বহু গ্ৰন্থ প্রনেতা শিক্ষাবিদ পরমেশ্বর শী, প্রাক্তণ শিক্ষক বিমল কৃষ্ণ জানা, জবদা স্কুলের শিক্ষক সদানন্দ মন্ডল প্রমুখ। সকলেই বক্তব্যে সংস্থার ধারাবাহিক কাজের প্রসংশা করেন।সংস্থার গঠনমূলক কাজে পাশে থাকার আশ্বাস দেন।সভায় সভাপতিত্ব করেন সংস্থা সভাপতি ও শিক্ষক নেতৃত্বে বিশ্বরঞ্জন ভূঞ‍্যা। তিন দিনের অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থা সম্পাদক গোবিন্দ নন্দ গোস্বামী।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *