নিজস্ব সংবাদদাতা , এগরা : পূর্ব মেদিনীপুরের ভগবানপুরেয রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিজেপি প্রার্থীর মিছিল আটকানোর চেষ্টার অভিযোগ উঠল শাসকদল তথা তৃণমূলের বিরুদ্ধে।

    মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার মহম্মদপুর-১পঞ্চায়েতের পশ্চিমবাড় গ্ৰামে।এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপান উতোর সৃষ্টি হয়েছে।বিজেপি সূত্রের খবর, এ দিন বেলা ৪টা নাগাদ ভগবানপুর-১ ব্লকের ও উত্তর মণ্ডলের উদ্যোগে কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী ডা দেবাশিষ সামন্তের সমর্থনে কর্মী-সমর্থকদের নিয়ে এগরা- বাজকুল রাজ্য সড়কের ও ভগবানপুর থানার বিভীষণ পুর পঞ্চায়েতের তোটানালা বাস স্ট্যান্ড থেকে র‍্যালি শুরু হয়।

      এই র‍্যালি শিউলিপুর থেকে কাঁটাখালি হয়ে গোয়ালাপুকুর বাজারে আসার পথে মহম্মদপুর-১ গ্রাম পঞ্চায়েতের পশ্চিমবাড়ে রাস্তার উপরে গাছের গুঁড়ি ফেলে দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ।এরপর পশ্চিমবাড়ে বেশকিছুক্ষণ বিজেপি প্রার্থীর ভোট প্রচার যগাড়ি-সহ কর্মী-সমর্থকদের গাড়ি আটকে পড়ে।বিজেপির কর্মীরা নিজেরা হাত লাগিয়ে রাস্তা থেকে গাছের গুঁড়ি সরিয়ে শিলাখালী হয়ে মিছিল গোয়ালাপুকুর বাজারে শেষ হয়।তারপর গোয়ালাপুকুর বাজারে বিজেপি প্রার্থী দেবাশিষ সামন্তের সমর্থনে পথসভা হয়।এ দিন বিজেপি প্রার্থী দেবাশিষ সামন্ত বলেন, “রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিজেপির মিছিল আটকানোর চেষ্টা করেছে তৃণমূল।তবে এ ভাবে বিজেপিকে রোখা যাবে না।ভোটে মানুষ তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে যোগ্য জবাব দেবে।” কিন্তু যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতি।তিনি বলেন, “এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নেই।নিজেরা এসব ঘটিয়ে প্রচারের আলোয় আসার জন্য এই কর্মকাণ্ড করছে।এতে বিজেপির কোন লাভ হবে না।”

        এ দিনের সভায় ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি রমাকান্ত প্রধান, ভগবানপুর-১ উত্তর মণ্ডলের সভাপতি দেবব্রত কর, দক্ষিণ মণ্ডলের নেতৃত্ব অমর ভট্টাচার্য, সদ্য তৃণমূল ছেড়ে আসা বিজেপি নেতা স্বপন রায়, কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভানেত্রী মুক্তারুন বিবি, জেলা মিডিয়া সেলের কনভেনর নবীন প্রধান প্রমুখ।এখানে ভগবান পুর পঞ্চায়েতের নির্বাচিত রাম মন্দির বুথের নির্দল সদস্য দীপু দত্ত বিজেপি তে যোগ দেন।দলীয় পতাকা তুণ্লে দেন প্রার্থী র সঙ্গে স্বপন রায়,স্বপন মাইতি।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *