প্রদীপ কুমার মাইতি , তমলুক : ময়না থানার অফিসারের বদলীর দাবিতে আন্দোলনে নামার হুমকি দিলেন তমলুকের বিজেপি প্রার্থী সিদ্ধর্থ নস্কর । তিনি অভিযোগ করে বলেন পুলিশ শাসক দলের নির্দেশে আমাদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে অত্যাচার করছে ।

    এক কর্মী আর এক অসুস্থ কর্মীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাকে পুলিশ গ্রেপ্তার করেছে । এমন ঘটনা কোন সভ্য দেশে ঘটতে পারেনা । এর প্রতিবাদে আমরা আন্দোলনে নামবো ।


      বুধবার ময়নার বলাইপন্ডায় প্রাচারে যোগ দিতে গিয়ে এমন মন্তব্য করেন বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর । এদিন তিনি তীব্র গরমকে উপেক্ষা করে ময়নার শ্রীধরপুর,সুদমপুর,দেউলি নারকেলদা,শ্রীরামপুর, কুন্ডুপাড়া প্রভৃতি জায়গায় পথসভা ও রেলিতে যোগদেন।বিজেপির মিছিলে সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *