গৌরীশংকর মহাপাত্র :কাঁথি এগরা:পূর্ব মেদিনীপুর:-ভগবানপুর-২এর ভূপতিনগরের উদবাদাল খালে ডলফিন দেখা যায় বৃহস্পতিবার। তা দেখতে হাজার হাজার মানুষের ভীড় জমায়। ভীড় জমে স্কুল পড়ুয়া থেকে কচি কাঁচাদের ও।পাঠ্য পুস্তকে যা পড়ার তা প্রত্যন্ত গ্রামের মধ্যে হঠাৎ করে দেখা মেলায় উৎসাহের বাঁধ ভেঙেছে পড়ুয়া দের। উদবাদাল খালে ডলফিনটি কিভাবে কোথা থেকে এল তা এখনও অজানা। ডলফিনটি কে ধরার জন্য বেশকিছু মৎসজীবিরাও খালে নেমে পড়ে।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে।সুরক্ষার পাশাপাশি ডলফিন টিতে নজরদারি চালাচ্ছে পুলিশ।জানাগেছে উদবাদল থেকে ডলফিনটি বড়বরিয়া দিকে ছুটে এগুচ্ছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বনদপ্তরের আধিকারীকরা। রাত পর্যন্ত উদ্ধারের খবর নেই। শুক্রবার সকালে উদ্ধার করা সম্ভব হবে বলে জানাগেছে। গোটা খাল পুলিশীর নজরদারিতে,যাতে কেউ মাছটি মেরে ফেলতে পারে।