
দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :
পূর্ব মেদিনীপুর : আজ ১১মে সোমবার জেলা ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা Midnapore.in -এর সদস্য সদস্যাদের আবেদনে সাড়া দেওয়া শুভানুধ্যায়ীদের আর্থিক সাহায্য নিয়ে সাধ্যমত ৩০০ কে সহাχয়তা দান কর্মসূচি পালিত হয়। অবিভক্ত মেদিনীপুর জেলার নানান প্রান্তের দু:স্থ , অনুন্নত সম্প্রদায়ের সদস্য, সদস্যা, পরিযায়ী শ্রমিক পরিবারগুলির কাছে খাদ্যসামগ্ৰী পৌঁছে দেওয়া হয়।

খেজুরীর দক্ষিণ থানাবেড়্যা গ্ৰামের ১২ দু:স্থ মৎস্যজীবী পরিবারের প্রবীনা বিধবাদের চাল-ডাল-আলু-সোয়াবিন-হলুদ-লঙ্কা -তেল-মুড়ি ইত্যাদি খাদ্যসামগ্ৰী তুলে দেওয়া হয়। এই কর্মসূচীটি midnapore.in -এর সদস্য শিক্ষক সুদর্শন সেন , স্থানীয় দুই শিক্ষক আশীষ কুমার দত্ত ও সমাজসেবী গৌতম দাসের সহায়তায় সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।