দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর:আজ ১১ই জুন বৃহস্পতিবার ভিন রাজ‍্য থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার সঙ্গে সঙ্গে এরাজ‍্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা।বিশেষ করে গ্রামাঞ্চলে এই রোগের প্রকোপ বাড়ায় উদ্বিগ্ন প্রশাসন। গত সপ্তাহে ঘরে ফেরে কয়েক পরিযায়ী শ্রমিক। আর তার পরেই উল্লেখযোগ্য ভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা। একই প্রবণতা লক্ষ্য করা যায় বিহার, ওড়িশা, উত্তর প্রদেশ ও ঝাড়খণ্ডে, যেখান থেকে বেশি সংখ্যক শ্রমিক কর্মসূত্রে কর্নাটক, গুজরাত, মহারাষ্ট্র ও পঞ্জাবের মতো ভিন রাজ্যগুলিতে রোজগারের কারণে ছিলেন।জেলার পটাশপুর ১ ব্লকের বড়হাট পঞ্চায়েতের জয়কৃষ্ণপুর ও এগরা ১ জুমকী পঞ্চায়েতের চিরুলিয়ায় করোনা পজেটিভ পাওয়া গেল ২ জন পরিযায়ী শ্রমিকের মধ্যে। এই দুজন পরিযায়ী কর্মসূত্রে মুম্বাইতে থাকতেন।কিন্তু লকডাউনের কারনে চলতি মাসে প্রথম সপ্তাহে তারা নিজের বাড়ি ফেরেন। ৬ই জুন জয়কৃষ্ণপুরের ওই পরিযায়ী শ্রমিকের লালারসের নমুনা সংগ্রহ করে পটাশপুর গ্ৰামীণ হাসপাতাল‌।অপরদিকে এগরার ওই পরিযায়ী শ্রমিকের লালারসের নমুনা সংগ্রহ করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল‌। বৃহস্পতিবার ২জনের করোনা পজিটিভ রির্পোট আসে বলে জানায় স্বাস্থ্য দপ্তর।এরপর সরকারি নির্দেশিকা মেনে ২জনকে অ্যাম্বুলেন্সে পাঁশকুড়া বড়োমা করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *