গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: আজ ১২ই জুন শুক্রবার রামনগর -২এর লায়ন্স ক্লাব অফ বটতলা আনন্দময়ীর পরিচালনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। দুর্যোগপূর্ণ পরিবেশে কাঁথি ব্লাড ব‍্যাঙ্ক ২৭ জনের রক্ত সংগ্ৰহ করে। রক্তদাতাদের হাতে মাক্স ও সাবান তুলে দিয়ে শিবিরের উদ্বোধন করেন রামনগরে বিধায়ক অখিল গিরি। উদ্বোধক তার বক্তব্যে বলেন রক্তের সংকট মোচনে লায়ন্স ক্লাবের এমন উদ্যোগ,এমন ভালো কাজে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। সব কাজ সরকার করে ফেলবে এমন ধারণা ভূল। স্বেচ্ছাসেবী সংগঠনের বিশাল ভূমিকা রয়েছে। করোনা ও ঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী সংগঠন সরকারের পাশে ছিল বলে পরিস্থিতি মোকাবেলায় সহজ হয়েছে,তাদের তিনি ধন্যবাদ জানান। উপস্থিত ছিলেন রামনগর কলেজ পরিচালন সমিতির সভাপতি সুপ্রকাশ গিরি ,ক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানান।

ক্লাব সভাপতি বটতলা আনন্দময়ীর প্রধান শিক্ষক হৃষিকেশ দাস বলেন ক্লাব সদস্য শুভাশিস মাইতির আহবানে এমন শিবির। উপস্থিত ছিলেন মানিকা বসান হাইস্কুলের প্রধান শিক্ষক অরুন দাস,অমল মাইতি, বিমল রায়, সম্পাদক কোষাধ্যক্ষ নির্মল রায় এবং উৎসাহী সদস্য নন্দন শীট‌ প্রমুখ। সকলের হাতে,দুধ বিস্কুট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। শিবির সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সমাজসেবী পুলক বড় পন্ডা।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *