দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।আম্ফানে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজলা জনকল্যাণ সমিতি ও দিল্লীর সীডস নামক সংস্থার ব্যবস্থাপনায় এবং হায়দ্রাবাদের গ্রেস ফাউন্ডেশন এর সহযোগিতায় স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। পূর্ব মেদিনীপুরের দেশপ্রান ব্লকের দারিয়াপুর পঞ্চায়েতের গোপালচক ও সরদা গ্রাম পঞ্চায়েতের সরদা এবং বসন্তিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আড়িয়া গ্রামে চারদিন বিনা খরচে স্বাস্থ্য শিবির হয়।

    চার দিনে ১৫টি গ্রামের ৪৫০ জনকে চিকিৎসা পরিষেবার আওতায় আনা হয়। এই স্বাস্থ্য শিবিরে থার্মাল চেকিং করা হয় এবং গ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে ক্যানসার চিহ্নিত করণের কাজ হয়। একই সঙ্গে গ্যাস্ট্রিক আলসার, শ্বাসষ্টজনিত সমস্যারও চিকিৎসা করা হয়।
      এই স্বাস্থ্য শিবিরে চিকিৎসা পরিষেবা দেন ডা: কে. জে. নেলসন ডেভিড, ডা: অপর্ণা, ডা: অভিষেক মতিকা, জগদীশ মারপুদি প্রমুখ।
        কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা বলেন এই স্বাস্থ্য শিবির গুলি আগামী সপ্তাহে উত্তর ২৪ পরগনা জেলার ন্যাজাট, হিঙ্গলগঞ্জ এবং দক্ষিণ ২৪ পরগনার নামখানা, ক্যানিং, গোসবা ব্লকে অনুষ্ঠিত হবে।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *