গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।
১১ই জুন বৃহস্পতিবার কাঁথি মহকুমা শাসক শুভময় ভট্টাচার্যের পৌরোহিত্যে এক সভা হয়। সভায় স্থির হয় আগামী ১৫ জুন থেকে দীঘায় সামুদ্রিক ফিশিং ও সামুদ্রিক মাছ পাইকারি কেনাবেচার বাজার খোলা হবে।
উপস্থিত ছিলেন -২বিধায়ক অখিল গিরি ও রণজিৎ মন্ডল, সভাধিপতি দেবব্রত দাস, সহ সভাধিপতি সেখ সুপিয়ান, জেলা মৎস্য কর্মাধক্ষ্য আনন্দময় অধিকারী, এসডিপিও অভিষেক চক্রবর্তী, জেলা স্বাস্থ্য আধিকারিক, দমকল বিভাগের আধিকারিক, কোস্টাল থানাগুলি প্রতিনিধি ও ৪টি মৎস্য খটির শঙ্করপুর থেকে প্রাক্তন বিধায়ক স্বদেশ নায়ক, পেঁটুয়া মৎবন্দর থেকে সহ সভাপতি তরুণ জানা, দীঘা ফিসারম্যান এ্যাশোসিয়েশের শ্যামসুন্দর দাসসহ কর্মকর্তাগণ। বেশ কিছু জায়গায় ছোট-বড় যে সামুদ্রিক মাছের নিলাম কেন্দ্র রয়েছে তাদের ক্ষেত্রে ওএই নিয়ম কার্যকর হবে।মূলত এই সমস্ত জায়গায় আগামী ১৫ তারিখ থেকে শুরু হতে চলেছে সামুদ্রিক ফিশিং এবং সামুদ্রিক মাছ কেনাবেচা বাজার।