দৈনিক আবেশভূমি ডেক্স : এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।                                         পটাশপুর-২ ব্লক অফিসে আম্ফান তালিকা প্রকাশের দাবিতে বিজেপির বিক্ষোভ কর্মসূচি সারা জেলার সঙ্গে পটাশপুর-২এ পালিত হয়। অভিযোগ বিক্ষোভ কর্মসূচি চলা কালে শাসক দলের কয়েক জন লাঠি, রড, ইট ও বোমা ছুঁড়ে বিজেপি কর্মীদের উপল হামলা চালানোর অভিযোগ ওঠে।আহতদের এগরা সুপার স্পেশালিটি তে ভর্তি করা হয়। পুলিশের সামনে এমন ঘটনা ঘটায় বিজেপির সমর্থকদের বিস্ময় প্রকাশ করেন। দলের জেলা সম্পাদক অসীম মিশ্রের দাবি পটাশপুর -২ পশ্চিম মন্ডলের  সভাপতি সহ ২৫-৩০ জন বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে ।

    শুধু তাই নয় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে একশ্রেণীর পুলিশকর্মীর উৎসাহদানে তৃণমূল এমন কাজ করেছে। এই ঘটনার প্রতিবাদে ওসি এবং এসডিপিও সেখ আক্তার আলির বদলির দাবিতে শহরের বাস স্ট্যান্ডে অবস্থান-বিক্ষোভ করে। এ বিষয়ে যে দলের প্রতি অভিযোগের আঙুল সেই দলের ব্লক সভাপতি মৃনাল কান্তি দাসকে জানতে চাইলে তিনি বলেন – প্রানোতোষ আচার্য, অসীম মিশ্র, মোহোন লাল শীর নেতৃত্বে ডেপুটেশনে আসারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কটূক্তি করে। ব্লকে ফুড কূপন আনতে আসা পরিয়ায়ীরা বাধা দেয়। বাধা দানকারী আন্দোলনকারীরা ওদের পতাকার লাঠি দিয়ে মারধর করে।দুই শ্রমিকের হাত ভেঙেছে। পটাশপুর পুলিশের ওসি, সি আই দেবাশীষ সরকার ও এসডিপিও শেখ আকতার আলী যথাসময়ে হস্তক্ষেপ না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের আরও বাইরে যায়নি। দু’পক্ষের বাদানুবাদ হয়েছে ছোটখাটো ঘটনা ঘটতে পারে। এর সঙ্গে তৃণমূল কোন ভাবে যুক্ত নয় ,যা ঘটেছে ব্লকে আসা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ডেপুটেশনে আসা ব‍্যক্তিদের সঙ্গে।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *