দৈনিক আবেশভূমি ডেস্ক এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।। জেলা প্রশাসনের উদ্যোগে জেলার প্রশাসনিক ভবনে ১৪ ই আগস্ট কন্যাশ্রী দিবস পালিত হয় বৃহস্পতিবার। এই দিবসে ৩ জন’কে কন্যাশ্রী পুরস্কার দেওয়া হয়। কাঁথি পৌরসভার রূপসী বাইপাস এলাকার চন্দ্রাশ্রী সাহু। ২০১৯ সালে ৬৫ তম ন্যাশনাল স্কুল যোগা চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে প্রথম হয়েছিল, সে হিন্দু বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ে । বাবা চন্দন বরণ সাহু প্রাথমিক শিক্ষক।কাঁথি-৩ ব্লকের ধান্যঘরা জ্ঞানেন্দ্র বিদ্যাপীঠের মৌমিতা মিশ্র এবছর মাধ্যমিক পাস করেছে। ২০১৬ সালের
২৬শে নভেম্বর টিউশন থেকে ফেরার পথে এক যুবক তাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার চেষ্টা করেছিল, কিন্তু ওই কিশোরী সেই অপচেষ্টা ভেস্তে দিয়ে বাড়ি ফিরছিল। তাতে সাড়া পড়ে গিয়েছিল, এলাকায় তার লড়াইয়ের কথা কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে পৌঁছায় জেলা সমাজ কল্যাণ দপ্তরে। তার সাহস কে কুর্নিশ জানাতেই কন্যাশ্রী দিবসে পুরস্কৃত করার জন্য রাজ্যের কাছে সুপারিশ করেছিল জেলা প্রশাসন।
তমলুক ব্লকের বিষ্ণুবার- ২ গ্রাম পঞ্চায়েতের জয়রামবাটির সুশীল আচার্যের বড় মেয়ে প্রিয়াঙ্কা আচার্য। দশম শ্রেণীতে পড়াশোনা করত সুশীল বাবু পূজা-অর্চনা করে কোনরকমে সংসার চালান। অভাবের তাড়নায় বাবা বড় মেয়েকে পাত্রস্থ করার জন্য রাতের ঘুম চলে যায়,সুশীল বাবু বিয়ের দিনক্ষণ ঠিক করে মেয়ের বিয়ের প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম কিন্তু রুখে দাঁড়িয়েছিল প্রিয়াঙ্কা। নাবালিকা অবস্থার মেয়ের বিয়ে দেয়ার চেষ্টা ব্যর্থ হয় তার লড়াইয়ে, স্বীকৃতি
হিসাবে তাকে পুরস্কৃত করা হয়। এই কন্যাশ্রী দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পার্থ ঘোষ ,অতিরিক্ত জেলা শাসক ( ট্রিজারি) শেখর সেন, জেলা সমাজ কল্যাণ আধিকারিক পূর্ণেন্দু পৌরানিক প্রমুখ। শ্রী পৌরাণিক বলেন করোনা পরিস্থিতি না থাকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে এই জেলাযর তিন কন্যাকে এবার পুরস্কৃত করতেন। কিন্তু এবার জেলায় ১৪ ই আগস্ট কন্যাশ্রী দিবসে দুই নাবালিকা নিজেদের বিয়ে উঠিয়ে দিয়ে তৈরি করেছে অনন্য নজির। অন্যজন ন্যাশনাল স্কুল যোগা প্রতিযোগিতায় জিতেছে সেরার শিরোপাএদের জেলায় পুরস্কৃত করা হবে।তাছাড়া এমন দক্ষতার মূল্যায়নের
নিরিখে পূর্ব মেদিনীপুর জেলার সদর দপ্তরের জেলা তিনটি স্কুল এবং তিনটি কলেজকে দেওয়া হয় কন্যাশ্রী পুরস্কার। ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ, অনন্তপুর বিএন গার্লস হাই স্কুল, সুতাহাটা র বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয় এবং কন্টাই প্রভাত কুমার কলেজ,কন্টাই মিউনিসিপ্যালটি ,রামনগর কলেজ, পাঁশকুড়া বনমালী কলেজ।