গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।                                                     ১৫ই সেপ্টেম্বর বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির সম্পাদক সমাজ সেবী আশীষ ধাওয়ার ৫৯তম জন্মদিনে তার সংস্থা আয়োজিত রক্তদান ও রক্তের শ্রেণী নির্ণয় শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার। জগন্নাথ জীউ মন্দির ক‍্যাম্পাসে আয়োজিত শিবিরে রক্তদাতাদের হাতে রক্তগোলাপ তুলে সম্মানিত করে শিবিরের

    উদ্বোধন করেন সম্পাদক।সঙ্গে এগরা -২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, সংস্থা সভাপতি অম্বিকেশ মহাপাত্র,মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপ প্রধান প্রকাশ রায় চৌধুরী, সমাজসেবী স্বরাজ খাঁড়া, বিরজাকান্ত প্রধান প্রমুখ। ১৩৮জন রক্তদাতা নাম নথি ভুক্ত করলেও এগরা ব্লাড ব‍্যঙ্ক কিটের অভাবে ১০০ জনের রক্ত সংগ্ৰহ করেন। অপরপক্ষে “বালিঘাই জগন্নাথ এক্সরে ক্লিনিক” ও”সেবায়ন প‍্যাথলজিক‍্যাল ল‍্যাব” ৮১জনের রক্তের শ্রেণী নির্ণয় করেন। পঞ্চায়েত সমিতির সভাপতি তার বক্তব্যে জানান এটি ৮ম বর্ষ রক্তদান শিবির।বৎসরে একাধিক বার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়, কিন্তু ৮বৎসর ধরে ১৫সেপ্টেম্বর সম্পাদকের জন্মদিনে সংস্থা এমন আয়োজন করে আসছে। দুই মহকুমার সঙ্গে সমাজ সেবায় জেলা জুড়ে আশীষ বাবুর অবদান অনস্বীকার্য। সম্পাদক তার বক্তব‍্যে জানান সারা বৎসর সমাজ সেবা মূলক কাজে সেবা সমিতি যুক্ত থাকে।চক্ষু ছানি অপারেশন ক‍্যাম্প, দুস্থ ছাত্র ছাত্রীদের পঠন পাঠনে আর্থিক সাহায্য,করোনা পরিস্থিতির শিকার ৫০০০পরিবারকে খাদ্য সামগ্ৰী দান, ১০,০০০মানুষ কে মাক্স, স‍্যানিটাইজার, সাবানসহ স্বাস্থ্য কিট, ১০০০মানুষকে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরনসহ নানান সমাজ সেবা মূলক কাজ করে থাকে সংস্থা সহ যোগী ৫৫টি ক্লাবকে দিয়ে। এদিন ক্লাব গুলির সম্পাদক দায়িত্ব নিয়ে রক্তদাতা এনে শিবির সম্পন্ন করেন। রক্তদান শিবির শুরুর আগে পিরিজখাঁবাড় স্টুডেন্টস ক্লাব সম্পাদক সুদীপ জানা সহ সদস্যগণ সেবাসমিতির ট্রাস্ট সম্পাদক শ্রী ধাওয়াকে ৫৯তম জন্মদিনে শাল,স্মারক মানপত্র ও উপহার সামগ্ৰী দিয়ে সম্বর্ধিত করেন। ছিলেন সংস্থা সদস্য প্রতীপ জানা, সৌভিক জানা, নির্মাল‍্য মাইতি,সৌরভ খাটুয়া, নীলোৎপল খাটুয়া, তুফান খাটুয়া প্রমুখ। সান্ধ্যকালীন

      অনুষ্ঠানে বহু ক্লাব, প্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি ছিল নজরকাড়া। করোনা আবহে সারা দিনের অনুষ্ঠান স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সম্পন্ন হয়। যথাযথ অতিথি আপ‍্যায়নের ব‍্যাবস্থা ও প‍্যাকেট সিস্টেমে,অনুষ্ঠানে অংশগ্রহণ কারিদের সকলকে ধন্যবাদ জানান ট্রাস্ট সভাপতি শ্রী মহাপাত্র। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় সংস্থা সহ সম্পাদক জন্মেঞ্জয় প্রধান।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *