প্রকাশ কর:দৈনিক আবেশভূমি ডেক্স : মেদিনীপুর পূর্ব পশ্চিম।।                        দেশপ্রাণের সরদা অঞ্চলে উত্তর দুরমুঠ – গোটসাউড়ী মোড়,কাজলা শ্মশান- গামরামাড়া,গোটসাউড়ী- জামুয়াশঙ্করপুর প্রভৃতি রাস্তা মেরামতির দাবী’তে সরদা অঞ্চল ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষে অাজ দেশপ্রাণ ব্লকের বিডিও মনোজ মল্লিকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভ কর্মসূচী তে নেতৃত্ব দেন ক্ষেতমজুর ইউনিয়ন নেতা মামুদ হোসেন, সেক নুরুল অালি, সুতনু মাইতি, প্রবীর বেরা, সেক সফিউল অালি, সেক অাক্তার প্রমুখ নেতৃবৃন্দ। সরদা অঞ্চলের যোগাযোগ কারী মূলরাস্তাগুলির বেশীর ভাগই পীচ বা ঢালাই রাস্তায় রূপান্তরিত হয়েছে। তবে বেশ কিছু লিঙ্ক রোড এখনও মোরাম বা মাটির রয়ে গেছে।অামফান দুর্যোগ ও নিম্নচাপের অতিবৃষ্টির

    কারণে লিঙ্ক রোড সমূহ জল, কাদা, মোরামে মাখামাখি হয়ে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। স্হানীয় জনসাধারণের দুর্ভোগের অন্ত নেই। গ্রামপঞ্চায়েত অর্থের অভাব দেখিয়ে দায় ঝেড়ে ফেলতে চাইছে। রোগী, স্কুলের ছাত্র-ছাত্রী,মহিলা সহ সর্বস্তরের মানুষের এই নাকাল অবস্থায় প্রশাসনিক কর্তাদের কোন হেল দোল নেই। স্হানীয় অধিবাসী তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন রাজ্য সরকার

      খেলা- মেলা,মোচ্ছব, ক্লাবে টাকা বিলি সহ দান-খয়রাতে বেশী অাগ্রহী। পাইয়ে দেওয়ার রাজনীতির নামে ভোটব্যাংক পরিপুষ্ট করার রাজনীতি করতে ব্যস্ত।কিন্তু মানুষের শিক্ষা, জনস্বাস্থ্য, রাস্তাঘাট মেরামতি, রুটি-রুজি এসব নূন্যতম পরিষেবা প্রদানে কোন সদর্থক ভূমিকা’ই নেই।সিপিঅাইএম নেতা মামুদ হোসেন রাজ্য সরকার কে অবিলম্বে রাস্তাঘাট মেরামতী র জন্য প্রয়োজনীয় অর্থবরাদ্দের দাবী জানিয়েছেন।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *