
দৈনিক আবেশভূমি ডেক্স:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে সেবা সপ্তাহ পালন হল। ওই উপলক্ষে বিজেপির নেতা-কর্মীরা স্বচ্ছতা অভিযান পালন করেন। বুধবার রামনগর-২ হামিরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এলাকায় পরিষ্কার করা ও জীবানুনাশক ছড়ানো এবং হাসপাতালে রোগীদের ফল বিতরণ করা হয়। কর্মসূচিতে ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির মহিলা মোর্চার মৌমিতা দাস-সহ অন্যান্য নেতৃত্বরা। সংবাদ

