প্রকাশ কর:দৈনিক আবেশভূমি ডেস্ক:মেদিনীপুর পূর্ব পশ্চিম।।                                             বিশ্বকর্মা পুজোর সন্ধ্যায় এগরা মহাকুমা বইমেলা কার্যকরী কমিটির ভার্চুয়াল সভায় দেশের ভারতরত্ন প্রয়াত ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও বইমেলার প্রধান পৃষ্ঠপোষক বিধায়ক সমরেশ দাসের স্মৃতিচারণা হয়। শুরুতে রাষ্টপতির প্রতিকৃতিতে সংস্থার কার্যকরী সভাপতি বীরকুমার শী’র মাল্যদানে এবং বিধায়ক সমরেশ দাসের প্রতিকৃতিতে সম্পাদক গৌরীশংকর মহাপাত্রের মাল্যদানে সভার

    আনুষ্ঠানিক সূচনা হয়। দুই কৃতিপুরুষ সহ কোভিড-১৯ এ প্রয়াত করোনা যোদ্ধাদের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করে স্ব স্ব স্থান থেকে অংশগ্রহণ কারি সকলে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ভারতরত্নের বর্ণোজ্বল কর্মজীবন নিয়ে আলোকপাত করেন সংস্থার সদস্য তথা খাড় হাইস্কুলের প্রধান শিক্ষক কমল কুমার পন্ডা, পালপাড়া কলেজের অধ্যাপক ড: মৃণাল কান্তি দাস, জাহালদা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ড:কালীপদ প্রধান, ললাট গঙ্গাধর গঙ্গাধর পাঠশালার প্রধান শিক্ষক নবকান্ত জানা প্রমুখ। বিধায়কের বর্ণময় কর্মজীবনে তাঁর সাংস্কৃতিক চেতনা, রাজনৈতিক দক্ষতা, তাঁর খাদ্য রসিক’তা,অকপটে সত্যকথা বলা, বইমেলার প্রতি তার আন্তরিকতা, সমবায় নিয়ে তার গভীরতা, দক্ষ শিক্ষকের গুনাবলি আলোচনায় উঠে আসে তার একসময়ের সহকর্মী প্রধান শিক্ষক তথা পানিপারুল হাইস্কুলের প্রধান শিক্ষক তরুণ কুমার মাইতি ও সভার সভাপতি তথা শিক্ষারত্ন কুমার শী’র স্মৃতিচারণায়। আলোচনায় অংশনেন অধ্যাপক স্বপনকুমার মিশ্র, অঙ্কুসোনা ঘাটা, অলকেশ মাইত সহ প্রায় ১৭ জন। গুগুল এই ভার্চুয়াল

      সভার সঞ্চালনায় মেলা কমিটির সহ-সম্পাদক সত্যব্রত সাহু। দীর্ঘদিন পর এই সভায় আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান মেলা কমিটির সম্পাদক গৌরীশংকর মহাপাত্র।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *