গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।                                                  কেন্দ্রে বিজেপি সরকারের ধারাবাহিক বঞ্চনা, জিএসটি আম্ফানের প্রাপ্য ৫৪ হাজার কোটি টাকা না দিয়ে বাংলাকে বঞ্চনার প্রতিবাদে এগরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল ও যুব তৃনমূলের উদ্যোগে এক মহামিছিল সংঘঠিত হয় শুক্রবার। বৈকালিক এই মিছিল শহরের ডাকবাংলা মাঠ থেকে শুরু হয়ে এগরা শহর কলেজ মোড় থানা ঘুরে দীঘা মোড় হয়ে ত্রিকোণ পার্কে স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়। কেন্দ্র বিজেপির উগ্র সাম্প্রদায়িক বিভেদের

    রাজনীতি এবং বাংলাকে ধারাবাহিক বঞ্চনার প্রতিবাদ সকলকে গর্জে ওঠার আহ্বান জানান বিধানসভা কেন্দ্রের নব নিযুক্ত কো অর্ডিনেটর বিধায়ক অখিল গিরি। সঙ্গে রাজ্য যুব তৃনমূলের সহ-সভাপতি সুপ্রকাশ গিরি, জেলা যুব সভাপতি আইনজীবী পার্থসারথি মাইতি, যুবনেতা কৌস্তুভ দাস (এগরা শহর) ,শান্তনু নায়ক (এগরা-১) ,স্বপন পাত্র (এগরা-২) এগরা-১এদলের প্রাক্তন সভাপতি সিদ্ধেশ্বর বেরা, পাঁরোল ও বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান রবীন্দ্রনাথ সোম ও রাজনারায়ন মান্না, মঞ্জুশ্রী ও দেশবন্ধু পঞ্চায়েতের উপপ্রধান প্রকাশ রায় চৌধুরী ও আলোক মহাপাত্র, প্রাক্তন কাউন্সিলর তপন কান্তি ও হরিপদ বেরা প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনায় যুবনেতা সন্দীপ পাত্র ও কৌস্তভ দাস। প্রারম্ভিক ভাষণে প্রাক্তন শহর সভাপতি তথা প্রাক্তন পৌরপ্রধান স্বপন নায়ক বলেন- প্রায়াত বিধায়ক সমরেশ দাস অসুস্থতার কয়েকদিন আগে স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ে যুব তৃণমূলের এক কর্মসূচিতে এমন মহামিছিলের প্রস্তাব দিয়েছিলেন আগ্রা শহর এমন মহামিছিলের আয়োজন করা হয় তিনি উপস্থিত সকলকে আয়োজক সংগঠনের ধন্যবাদ। কৌতুহলী শহরবাসীর দাবি খুব দ্রুত আবার ও এমন কর্মসূচি নিক তৃণমূল।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *