গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অাজ কাঁথি শহরে তৃণমূলের অাহ্বানে দলীয় কার্যালয়ে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবসকে দেশনায়ক দিবস হিসাবে পালিত হয় শনিবার। দুপুর ১২-১৫ মিঃএ দলীয় কার্যালয়ে নেতাজী সুভাসচন্দ্র বসু র জন্মক্ষণ’কে শতাধিক মহিলার শঙ্খধ্বনির মাধ্যমে স্মরণ করা হয়।কর্মসূচী তে নেতৃত্ব দেন জেলা তৃণমূলের কো অর্ডিনেটর প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ
হোসেন, জেলা তৃণমূল নেতৃত্ব রত্নদীপ মান্না, প্রাক্তন কাউন্সিলর অাবদুর রব,বিকাশ বারিক,অাইনজীবি দেবব্রত অাইচ,রীনা দাস প্রমুখ। কাঁথি চৌরঙ্গী মোড়ে নেতাজী জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, সঙ্গে জেলা পরিষদ সদস্য উত্তম বারিক, জেলা পরিষদের কো মেন্টর হাবিবুর রহমান, হরিসাধন দাস অধিকারী, অামিন সোহেল, দেবাশীষ পাহাড়ী, বিকাশ বারিক,যুব নেতা ইমরান অালি খাঁন প্রমুখ। দেশপ্রাণ এর দুরমুঠ সমাজকল্যাণ সংঘের উদ্যোগে নেতাজী সুভাসচন্দ্র বসু র ১২৫ তম জন্মদিবস পালনে উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, অাইনজীবি ইকবাল হোসেন, প্রবীর বেরা,সেক সাত্তার, হোসেন অালি,সিন্টু মাইতি, সেক সফিউল অালি প্রমুখ নেতৃবৃন্দ। মামুদ হোসেন তাঁর বক্তব্যে নেতাজী সুভাসচন্দ্র বসু র দেশপ্রেম, জাতীয়তাবোধ ও ধর্মনিরপেক্ষতা র অাদর্শকে অক্ষুণ্ণ রাখার অাবেদন জানান।