
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।ভগবানপুর-২এর অন্তর্গত পাঁউশি অন্তদয় অনাথ আশ্রম ও আশ্রম পরিচালিত স্নেহ ছায়া শিশু আবাসের আবাসিক রা দুটি জায়গায় আলাদা আলাদা ভাবে নেতাজীর ১২৫তম শুভ জন্মদিন উদযাপন করে। সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করে মহান নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হয়। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন শেষে আবাসিকরা মহান নেতার জীবনী নিয়ে দীর্ঘ আলোচনা করে। কচিকাঁচা শিশুরা

