গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগ আয়োজিত এগরা পৌরসভা সুভাষ উৎসব উদযাপন কমিটির ব্যবস্থা পনায় নেতাজির ১২৫তম জন্মদিন উদযাপন হয় শনিবার। শহরের উই কেয়ার,মিলনী, সম্প্রীতি, নবরুপ, ইয়ংস্টার, প্রভৃতি আমন্ত্রিত ১৫ ক্লাবের
কর্মকর্তা সদস্য এগরা জে এল হাইস্কুল বাজার হয়ে পৌরসভা পর্যন্ত র্যালিতে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী ক্লাব গুলিকে নেতাজী স্মরক তুলে দেওয়া হয়। তিন দলের প্রীতি ভলিবল টুর্নামেন্ট হয়।চাম্পিয়ান হয় দেশপ্রাণ এবং রানার্স হয় নেতাজি ক্লাব। অংশগ্রহণকারী তৃতীয় দলটি হল বিবেকানন্দ। উপস্থিত ছিলেন প্রশাসকবোর্ডের পৌর সদস্য প্রখ্যাত শল্য চিকিৎসক ডা বাদল অশ্রু ঘাটা, সমাজসেবী আশীষ চক্রবর্ত্তী, এগরা হাইস্কুলের ভারপ্রাপ্ত
শিক্ষক প্রকাশ কুসুম দাশ,সহ শিক্ষক দেবাশীষ জানা প্রমুখ। পৌরোহিত্য করেন প্রশাসক বোর্ডের প্রধান স্বপন কুমার নায়ক। অতিথিগণ বক্তব্যে নেতাজির বর্ণময় কর্মজীবন তুলে ধরে, তার আদর্শ, সাংগঠনিক কৌশল, তার দেশপ্রেমকে পাথেয় করে যুব সমাজকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান প্রশাসক বোর্ডের সদস্য ডা ঘাটা।