গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুরপটাশপুর-১এর মংলামাড়ো ঐকতান ক্লাব আয়োজিত মংলামাডো গ্ৰামীণ মেলার উদ্বোধন হয় আজ শনিবার। এদিন বিকেলে ফিতা কেটে নেতাজীর প্রতীকৃতিতে পুষ্পার্ঘ‍্য নিবেদনে শ্রদ্ধা জানিয়ে ২০ তম মেলারউদ্বোধন করেন পটাশপুর -১ এর বি ডি ও সুভাষ ঘোষ, সঙ্গে জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ‍্যক্ষ মৃনাল কান্তি দাস,জেলা পরিষদ সদস্য সমবায়ী

    পটল কুমার আদক, অমর্ষি-২এর প্রধান সরস্বতী মাজী, অমর্ষি-২এর প্রধান স্বরূপ আদক,চিস্তিপুর -২এর উপ প্রধান দেবদাস মিশ্র, কর্মাধ‍্যক্ষ আহাদ আলী প্রমুখ। সভায় পৌরোহিত‍্য করেন পটাশপুর -১পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস কুমার মাজী। মেলা কমিটির সভাপতি অভিজিৎ পয়ড়‍্যা জানান মেলা চলবে ৩১শে জানুয়ারী পর্যন্ত। মেলা ঘিরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রত‍্যহ সাংস্কৃতিক মঞ্চে সান্ধ্য কালীন অনুষ্ঠানে বহিরাগত বড় ও ছোট পর্দার শিল্পী, রক্তদান শিবির, ফ্রী মেডিক্যাল ক‍্যাম্পসহ সেবা মূলক কর্মসূচি রয়েছে, ৩০ শে জানুয়ারী মেলা মঞ্চে ৪ জোডা গণ বিবাহ হবে। স্বাগত ভাষণ দেন মেলা সম্পাদক তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ‍্যক্ষ মুক্তি

      বেরা। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালক গোপল পন্ডা। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সভার সভাপতি তথা মেলা কমিটির মুখ‍্য উপদেষ্টা তাপস কুমার মাজী।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *