গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কোর কমিটির গুরুত্বপূর্ণ সভা অাজ হয় তমলুক মানিকতলা মোড়ে দলীয় কার্যালয়ে। সভাপতিত্ব করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মন্ত্রী অধ্যাপক ডঃ সৌমেন মহাপাত্র। উপস্থিত ছিলেন জেলা কো অর্ডিনেটর মন্ডলীর বিধায়ক অর্ধেন্দু মাইতি, সহকারী সভাধিপতি সেক সুপিয়ান, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, দেবপ্রসাদ মন্ডল, গৌরমোহন দাস ঠাকুর প্রমুখ।
ছিলেন তাপস মাইতি,কাজল বর্মন,পার্থসারথি মাইতি প্রমুখ মুখপাত্র। সিদ্ধান্ত হয় বিধান সভার দায়িত্ব প্রাপ্ত কো অর্ডিনেটরগণ সংশ্লিষ্ট নিজ নিজ ব্লক,অঞ্চল ও বুথ স্তরে নির্বাচনী কমিটি ও সাংগঠনিক কাঠামো মজবুত করার কাজ করবেন। যে সমস্ত কর্মাধ্যক্ষ ও কর্মকর্তা গন দলবিরোধী কাজের সাথে যুক্ত তাঁদের বিরুদ্ধে অনাস্থা এনে পদ থেকে অপসারণ করা হবে।তমলুক-ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক,তমলুক কার্ড ব্যাঙ্ক সহ জেলার যে সমস্ত কার্ড ব্যাঙ্ক,অারবান ব্যাঙ্ক ও সেন্ট্রাল কো অপারেটিভ ব্যঙ্কের কর্মকর্তাগণ দলত্যাগ করেছেন তাঁদের বিরুদ্ধে অনাস্থা অানা হবে।কোলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালনে কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অামন্ত্রিত করে অপমানিত করার বিরুদ্ধে জেলা
তৃণমূল কংগ্রেসের অাহ্বানে তমলুক শহরে এ দিন ধিক্কার মিছিল হয়। অাগামী কাল সোমবার বিকাল ২ টায় সমস্ত ব্লক ও পৌরসভা এলাকায় ভিক্টোরিয়া কাণ্ডের প্রতিবাদ ধিক্কার মিছিল করা হবে। পটাশপুর-২ ব্লকের পদত্যাগী সহঃ সভাপতি অপরেশ সাঁতরার অাবেদনের ভিত্তিতে দল তাকে পুনর্বহালের সিদ্ধান্ত নেয়। মামুদ হোসেন বলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভিক্টোরিয়া কান্ডের অপমান করা রাজ্যের মানুষ মেনে নেবেন না।ইভিএম মেশিনে বিজেপি এর সমুচিত জবাব পাবে।