গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা -২এর ভবানীচক মৈত্রী সংঘের পরিচালনায় মৈত্রী সংঘ ময়দানে বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির সৌজন্য সমীর ধাওয়া স্মৃতি কাপ প্রতিযোগিতা হয় রবিবার। ১৬ দলীয় দিবা রাত্র নকআউট এই ফুটবল প্রতিযোগিতায় বলে কিক করে খেলার উদ্বোধন করেন বাসদেবপুর পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ চক্রবর্তী, খেলা চলাকালীন মাঠে উপস্থিত হন জেলা পরিষদ সদস্য পার্থ সারথি দাস। ক্লাব সম্পাদক নিখিলেশ দাস জানান খেলায় চ্যাম্পিয়ন ভবানীচক সিসিএলএমএসকে প্রথম পুরস্কার ট্রফি সহ ১০ হাজার টাকা এবং রার্ণাস পিরিজ খাঁ বাড় স্টুডেন্ট ক্লাবকে ট্রফি সহ ৭হাজার টাকা তুলে দেন সমীর ধাওয়ার স্মৃতিতে বালিঘাই জগন্নাথজীউ সেবা সমিতির কর্ণধার আশীষ


    ধাওয়া। ছিলেন সেবা সমিতির সহ সম্পাদক জন্মেঞ্জয় প্রধান, সোমনাথ প্রধান প্রমুখ। খেলায় সর্বোচ্চ গোলদাতা, ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ, সেরা গোল কিপার প্রভৃতি ক্ষেত্রে কৃতীদের ও পুরষ্কৃত করা হয়। পুরস্কার বিতরণীতে সেবা সমিতির কর্ণধার আশীষ ধাওয়া তার বক্তব্যে জানান বাবার স্মৃতিতে এই খেলার উদ্দেশ্য যুব সমাজের মধ্যে এই খেলা বাঁচিয়ে রাখা, শরীর চর্চার অনুশীলন চালিয়ে যাওয়া। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাবের ক্রীড়া সম্পাদক অপরেশ দাস।

       

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *