গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। অবিভক্ত কাঁথি মহকুমার চিন্তাশীল বুদ্ধিজীবীদের নিয়ে কাঁথিতে “উদ্যমী মননশীল মঞ্চ” নামে এক অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে রবিবার।বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাকক্ষে সাংবাদিক ও লেখক অমলেশ মিশ্র এর উপস্থিত চিন্তাশীল ব্যক্তিগণ এমন একটি সংস্থার নামকরণ করে পথ চলা শুরু করেন। সমাজের ও দেশের যেকোনো সামাজিক, সাংস্কৃতিক ,রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় সমৃদ্ধ হওয়া এর প্রধান উদ্দেশ্য। আলোচ্য বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ শেষে প্রয়োজনে দেশ ও সমাজের হিত সাধনে গৃহীত সিদ্ধান্ত জনগোচরে আনা। সংস্থার বিশিষ্টতা, সদস্যপদ গ্রহণের নিয়মাবলী, নিয়ম কানুন, খাতা পত্র, শাখা সংগঠন নিয়ে একটি লিখিত খসড়া উপস্থিত সকলের হাতে তুলে দেয়া হয়। আগামী ২৭ শে ফেব্রুয়ারী পরবর্তী সভায় আলোচনার মাধ্যমে কার্যবিধি চূড়ান্ত হওয়ার কথা দুই মহকুমার প্রায় ৬৬ জন আজকের সভায় অংশগ্রহণ করেন। দ্বিতীয় পর্বে “হিতসাধন” বিষয়টির বুৎপত্তিগত অর্থ ও তার বাস্তবায়ন নিয়ে একটি মনোজ্ঞ সেমিনার হয়। সেমিনারে অংশনেন অধ্যাপক হৃষিকেশ পয়ড়‍্যা, অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা, প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ পতি, অধ্যাপক ড: কমলেশ মিশ্র, অধ্যক্ষ ড: অসীম কুমার মান্না প্রমূখ। সঞ্চালনায় সংগঠনের আহবায়ক অমলেশ মিশ্র। শেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *