গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। আজ রবিবার বিকেলে কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয়ের সভা কক্ষে পুণ্যশ্লোক বিদ্যাসাগর মূর্তি প্রতিষ্ঠা সমিতির উদ্যোগে সহযোগী ১২টি সংগঠনকে নিয়ে ২২ তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং৭০ তম ভাষা শহীদ দিবস পালিত হয়। বাংলা ভাষা প্রেমী বহু মানুষ সভায় যোগ দেন। ভাবগম্ভীর পরিবেশে বিভিন্ন আঙ্গিকে এই ঐতিহাসিক দিনটির উপর আলোচনা করেন শুভেন্দু ঘোষ, অলকা জানা, অধ্যাপক হৃষিকেশ পয়ড়‍্যা, প্রশান্ত প্রামাণিক, হাবিবুর রহমান, হরি সাধন দাসঅধিকারী প্রমুখ। বাংলা ভাষার উপর রচিত সঙ্গীত পরিবেশন করেন সুমনা মান্না, নটেন্দ্রনাথ দাস,সোম শুভ্রা ঘোষ এবং দেবকুমার দাস। কবিতা আবৃত্তি করেন মঞ্জীর বাগ, এবং সাগতা নন্দ। উপস্থিত ছিলেন অমল ওঝা, শৈবালকান্তি মাইতি, কৌস্তব কান্তি মাইতি, সুকমল মাইতি, ডা:সুকুমার জানা,সাইদুল ইসলাম খান, মহামায়া রায়, মেহেবুব আলোম, তাপস কুমার বেরা প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন আয়ুর্বেদ কলেজের অধ্যক্ষ ডা: সুশীল কুমার নাথ ।অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ জানান ড: দিলীপ কুমার দাস। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *