
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে চৈতন্য বিষয়ক গবেষণায় ডিলিট পাওয়ায় জাতীয় শিক্ষক ড:প্রনব কুমার পট্টনায়ককে বালিঘাই জগন্নাথজীউ সেবা সমিতির পক্ষে সম্বর্ধনা জ্ঞাপন হয় মঙ্গলবার। উত্তরীয়, মানপত্র, স্মারক ও উপহার সামগ্ৰী তুলে দিয়ে সম্মানিত করেন সেবা সমিতির কর্ণধার আশীষ ধাওয়া। বক্তব্যে শ্রী ধাওয়া জানান সেবা সমিতির অন্যতম সদস্য বসন্তপুর হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ড:পট্টনায়কের এমন সাফল্যে সংস্থা গর্বিত। এই গবেষকের বর্ণময় কর্মজীবনে শিক্ষকতা শুরু এগরা -২এর বিবেকানন্দ পঞ্চায়েতের দাউদপুর নটবর সবুজের অভিযান আদর্শ বিদ্যালয়ে ইংরেজী ভাষা শিক্ষক হিসেবে। তাঁর প্রথম
