গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পটাশপুর বিধান সভার অধীন পটাশপুর-২এর সাউথখন্ড পঞ্চায়েতের ব্রজকিশোরপুর সংসদের পঞ্চায়েত সদ‍স‍্যার স্বামী কি বিজেপিতে যোগদান করছেন? এই প্রশ্ন আড়গোয়াল, মংরাজ, কালির বাজার এলাকায় মানুষের মুখে মুখে। ব্রজকিশোরপুর গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্যা অদিতি দাসের স্বামী বিবেকানন্দ দাস বৃহস্পতিবার আয়মানচক বিবেকানন্দ ক্লাবে বিজেপি প্রার্থীর সঙ্গে দেখা করেন। ঐ সময় উপস্থিত ছিলেন এলাকার বিজেপি প্রার্থী ড:অম্বুজাক্ষ মহান্তি ও সাউৎখন্ড অঞ্চলের বিজেপি নেতৃত্ব মনোরঞ্জন জানা প্রমুখ। জানা যায় পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগের আচরণ, পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউর অসহযোগিতা,বুথ তৃণমূল নেতৃত্ব অরবিন্দ দাস ও সুভাষ মাইতির কিছু আচরণ স্থানীয় মানুষের কাছে তার ভাবমূর্তি নষ্ট করছে। তৃণমূল পার্টি অফিসে মিটিং চলাকালে প্রধানের নেতৃত্বে একদল সমাজ বিরোধী আমাদের বাইক খালে ফেলে দিয়ে নষ্ট করেছে , দুর্ণীতি গ্ৰস্ত প্রধানের আচরনে প্রতিবাদ করলে আমাদের বিজেপির দালাল বলে খোঁচাদেন,খোঁচা যখন খেতে হয় তাহলে বিজেপি সরাসরি করার আপত্তি কোথায়? তবে সংবাদ মাধ্যম জানতে চাওয়ায় জানান ক্লাবে গেছিলাম প্রার্থী ড: মহান্তি এসেছিলেন দেখা হয়েছে, তিনি তার কথা বলেছেন যোগদানের কোনো কথা হয়নি ।সময়ে কি ব‍্যবস্থা নিচ্ছি জানতে পারবেন। আপনার সিদ্ধান্তে কি পঞ্চায়েত সদস্যা আপনার স্ত্রী অদিতি কি এক মত? এই প্রশ্নের উত্তরে জানান মর্যাদা খুইয়ে কে কতদিন থাকতে পারে ?গুটি কয়েক লোকের ত্রুটির জন্য সবাই কেন বদনামের ভাগীদার হবে ?

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *