গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা -২এর দুব্দা পঞ্চায়েতে লক্ষ্মী নারায়ণ পূজা ও গ্ৰামীণ মেলায় মহিলা ভলি টুর্নামেন্ট হয় মঙ্গলবার । শনিবার থেকে কয়েকদিনের লক্ষ্মী নারায়ণ পূজা ও মেলা শুরু হয়েছে। মঙ্গলবার ৫ দলের মহিলা ভলি প্রতিযোগিতার ফিতা কেটে উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য পার্থ সারথি দাস। সঙ্গে
চীনের প্রবাসীর উদ্যোগপতি বিশিষ্ট সমাজসেবী কমল কুমার দাস, বাসুদেবপুর পঞ্চায়েতের উপপ্রধান পীযুষ চক্রবর্তী প্রমুখ। আকর্ষণীয় এই
খেলা রেফারি চিরুলিয়ার শ্রীনাথচন্দ্র হাই স্কুলের ক্রীড়া শিক্ষক অক্ষয় কুমার বেরা। স্বাগত ভাষণে আয়োজক সংস্থা সম্পাদক গৌরাঙ্গ বিশাই জানান- নদীয়া, মুর্শিদাবাদ, ২৪ পরগনা প্রভৃতি জেলার ৬টি দলের অংশ নেওয়ার কথা হলেও শেষ পর্যন্ত ৫টি দল খেলায় অংশ নেয়। উদ্বোধক তার বক্তব্যে ব্লকের খেলাধুলায় সুনামের অতীত ইতিহাস তুলে ধরে বলেন- খেলাধুলায় গ্রামের মেয়েদের বেশ জড়তা লক্ষ্য করা যায়, আশা করি বাইরের জেলা মেয়েদের এই খেলা দেখে মেয়েরা সমৃদ্ধ হবে, নিজেদেরকে আরো বেশি করে খেলায় যুক্ত করে সমৃদ্ধ হবে। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থার সম্পাদক শ্রী বিশাই।