গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা-১এর আর বি সি পঞ্চায়েতে ৮দিনের পুরুন্দা গ্রামীণ মেলার সাড়ম্বর উদ্বোধন হয় মঙ্গলবার। মঙ্গলদীপ জ্বেলে ও ফিতা কেটে সীতারাম গিরি স্মৃতি মঞ্চে এই মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য উত্তম বারিক। সঙ্গে
পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুলের প্রধান শিক্ষক তরুণ কুমার মাইতি ,পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাধাকান্ত বর, জেলা পরিষদ সদস্য অঞ্জনা বিশাল, পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আখতার খান আর বি সি পঞ্চায়েত প্রধান রেনুকা দাশমহাপাত্র,উপপ্রধান যোগেন্দ্রনাথ মাইতি, প্রাক্তন উপপ্রধান শিবনারায়ন মাইতি প্রমুখ। অতিথিগণ তাদের বক্তব্যে রাজ্যের
সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষায় সকলকে যত্নবান হওয়ার পরামর্শ দেন, বলেন বিভিন্ন ধর্মের মানুষ তাদের ইচ্ছামতো ধর্মাচরণ করুক কিন্তু কিউ যেন কারুর ধর্মে হস্তক্ষেপ না করে, অন্য ধর্মকে প্রভাবিত না করে সে বিষয় মাথায় রাখতে হবে। উৎসব পালিত হয় সকলকে নিয়ে। ৬৫ তম বর্ষের এই মেলার প্রধান আয়োজক সংস্থার সম্পাদক সফিউল আলম জানিয়েছেন- মেলা চলবে ৮ দিন ধরে। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, মহোৎসব ,গুণীজন সংবর্ধনা, সাহিত্য আলোচনা এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের মত সেবামূলক কর্মসূচি রয়েছে। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান স্মৃতি মঞ্চের দাতা সঞ্জয় গিরি।