গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর। ভগবানপুর বিধানসভার অধীন ভগবান পুর -২এর ভূপতিনগর থানার ইটাবেড়িয়া অঞ্চলের পাঁচবজরি বুথে পঞ্চায়েত সদস্যা শ্রাবনী খাটুয়া পট্টনায়েকের স্বামী সুব্রত পট্টনায়েক তৃণমূলের পোলিং এজেন্ট হিসাবে
বুথকেন্দ্রে থাকার ফলে রাত্রিতে তার ঘর বাড়ি ভাঙচুর হয়। ঘরের ছাউনির টালি টুকরো পড়ে ঘরের ১০মাসের শিশু কন্যার নাক আঘাত প্রাপ্ত হয়। পরদিন শিশু কন্যার চিকিৎসার জন্য যাওয়ার চেষ্টা করলেও বাড়ি থেকে বেরোনো বা বাড়িতে যেকোনো ব্যাক্তির যাওয়া আসা স্থানীয় বিজেপির নেতৃত্বে বন্ধ রাখে। এ এক মধ্যযুগীয়
বর্বরতার শিকার পরিবার, ঐদিন রাতে কোটমুখা বুথের অপূর্ব মাইতি ও একই অপরাধে প্রচুর মারধরের শিকার হয়, মাথা ফাটে, মাথায় তেরটা টিচ হয়, তার বয়স্ক মা বাধা দিতে গেলে তার ও পা ভেঙ্গে দেয় বিজেপির দুষ্কৃতীরা, পুনরায় মারধরের ভয়ে কেউই জি ডি পর্যন্ত করতে সাহস পায়নি।