
প্রকাশ কর : মেদিনীপুর পূর্ব পশ্চিম।পূর্ব মেদিনীপুর জেলার স্বনামধন্য বনমালীচট্টা হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী(৭৫ তম বার্ষিকী)উদযাপনের শুভসূচনা অাগামী ১৭ ই এপ্রিল বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে।সারা বছর ধরে নানা অনুষ্ঠানের কর্মসূচী নেওয়াথ্য হয়েছে। এই উপলক্ষে অাজ বিদ্যালয় সভাগৃহে প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির প্রস্তুতি সভা অায়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন অধ্যাপক মনোরঞ্জন প্রধান। সভায় বক্তব্য রাখেন প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ডাঃ বিধান চন্দ্র