
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। প্রথম পর্যায়ে এলাকার নির্বাচন শেষ হলেও কর্মীদের হাতছাড়া করতে চাইছেনা শাসক-বিরোধী সব পক্ষই। নির্বাচন-পরবর্তী উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় মানসিক শক্তি জুগিয়ে রাখতে এমনই কর্মসূচি। পটাশপুর বিধানসভা এলাকার তৃণমূল কর্মীদের নিয়ে শুক্রবার সম্মেলন হয় শ্রীরামপুর ও নৈপুর অঞ্চলে। “বাংলা নিজের মেয়েকেচায়” এই শ্লোগানকে সামনে রেখে কর্মীসভায় বিজেপি, কংগ্রেস এবং সিপিএমকে তীব্র আক্রমণ করে বক্তব্য রেখে দলীয় কর্মীদের ওয়ার্মআপ করায় তৃণমূল নেতা উত্তম বারিক। সঙ্গে দলের ব্লক সভাপতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মৃণাল কান্তি দাস,দলের দুই ব্লক সহ-সভাপতি মানস কুমার রায় ও স্বপন কুমার মাইতি, মহকুমা সমবায়