গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। প্রথম পর্যায়ে এলাকার নির্বাচন শেষ হলেও কর্মীদের হাতছাড়া করতে চাইছেনা শাসক-বিরোধী সব পক্ষই। নির্বাচন-পরবর্তী উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় মানসিক শক্তি জুগিয়ে রাখতে এমনই কর্মসূচি। পটাশপুর বিধানসভা এলাকার তৃণমূল কর্মীদের নিয়ে শুক্রবার সম্মেলন হয় শ্রীরামপুর ও নৈপুর অঞ্চলে। “বাংলা নিজের মেয়েকেচায়” এই শ্লোগানকে সামনে রেখে কর্মীসভায় বিজেপি, কংগ্রেস এবং সিপিএমকে তীব্র আক্রমণ করে বক্তব্য রেখে দলীয় কর্মীদের ওয়ার্মআপ করায় তৃণমূল নেতা উত্তম বারিক। সঙ্গে দলের ব্লক সভাপতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মৃণাল কান্তি দাস,দলের দুই ব্লক সহ-সভাপতি মানস কুমার রায় ও স্বপন কুমার মাইতি, মহকুমা সমবায়

    নেতৃত্ব গোলোকেশ নন্দ গোস্বামী, শ্রীরামপুর পঞ্চায়েত প্রধান গৌতম জানা ও উপপ্রধান ডা: দিলীপ রায়, যুবনেতা মলয় রায়, অঞ্চল সভাপতি সত্যেশ্বর নন্দী প্রমুখ। অঞ্চলের যুব, মহিলা, কৃষক, শ্রমিক ও ছাত্র নেতৃত্ব মিলে প্রতি বুথের ৩০জন করে প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করে। পটাশপুর-১এর নৈপুর পঞ্চায়েতেও অনুরূপ সভায় উত্তম বাবুর সঙ্গে উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি পীযুষ পন্ডা, সহ সভাপতি বিনয় পট্টনায়ক,পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অরূপ মাইতি, প্রাক্তন কর্মাধ্যক্ষ হরিপদ দাস মহাপাত্র, পঞ্চায়েতের প্রধান অঞ্জলী শীট, উপপ্রধান কালিপদ কর প্রমুখ। করোনা আবহে এমন সভা ঘিরে জল্পনা ও কম নয়, প্রশ্ন স্বাস্থ্য বিধির মান‍্যতা নিয়ে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *