প্রকাশ কর : মেদিনীপুর পূর্ব পশ্চিম।পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যবাহী হাইস্কুল বনমালীচট্টার বর্ষব্যাপি প্লাটিনাম ( ৭৫ তম বর্ষ) জয়ন্তী উদযাপনের শুভ উদ্বোধন হয়। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে দানবীর সতীশচন্দ্র জানা ও কিংবদন্তি প্রধান শিক্ষক পীতাম্বর দাসের মর্মরমূর্তি তে মাল্যদান করেন বিদ‍্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হৃষীকেশ দাস ও অনুষ্ঠানের কার্যকরী সভাপতি মামুদ হোসেন প্রমুখ। বিদ্যালয়ের

    পতাকা উত্তোলন করেন সহকারী প্রধান শিক্ষক ও কমিটির সহ সম্পাদক রমনীকান্ত পাত্র।কোভিড বিধি মেনে শোভাযাত্রায় নেতৃত্ব দেন প্রাক্তন শিক্ষক অশোক সুর,ডঃ চন্দন মান্না, স্বদেশ হাজরা,দীপক মাইতি,সুধাংশু দাস,শিক্ষক অশোক বর্মন, ডঃ দেবব্রত দাস, শ্রীকৃষ্ণ ভূঞ্যা প্রমুখ।র‍্যালিতে অংশগ্রহণ করেন প্রাক্তন ছাত্র
      পরিচালন সমিতির প্রাক্তন কর্মকর্তা শুকদেব জানা,পঙ্কজ প্রধান, অানন্দময় দাস, সুখেন্দু বারিক প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠানে পৌরোহিত‍্য করেন বিদ্যালয়ের প্রাক্তনী অধ্যাপক মনোরঞ্জন প্রধান। ৭৫ টি প্রদীপ প্রজ্বলনে উৎসবের উদ্বোধন করেন কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ ♦
        স্বামী সত্মানন্দ জী। অতিথির আসনে ছিলেন উদযাপন কমিটির সভাপতি ডাঃ বিধান চন্দ্র ভূঞ্যা, সম্পাদক তথা প্রধান শিক্ষক হাবিবুর রহমান, প্রাক্তন শিক্ষক তথা প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক মহিম পয়ড়্যা,বিদ্যালয়ের প্রশাসক তথা অবর বিদ্যালয় পরিদর্শক শ্রাবস্তী দাস অধিকারী, গ্রামপ্রধান বিকাশ জানা,রাজশেখর মন্ডল প্রমুখ বিশিষ্ট সমাজসেবীগণ।স্বামী সত্মানন্দজী বলেন প্রাচ্য ও পাশ্চাত্যের সংমিশ্রণে বনমালীচট্টা হাইস্কুলের গুরুকুল শিক্ষা ব্যবস্হা অবিভক্ত মেদিনীপুর শুধু নয় রাজ্যের শিক্ষার অাঙ্গিনায় বহুচর্চিত ও ঐতিহ্যপূর্ণ। অাজকের কোভিড পরিস্থিতিতে পঠনপাঠন প্রক্রিয়ায় নতুন ভাবনাচিন্তা করে যুগোপযোগী শিক্ষা ব্যবস্হার উদ্ভাবন করতে হবে।পুঁথিগত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার
          মেলবন্ধন অাজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে পুনঃ প্রতিষ্ঠিত করার আহ্বান জানান। কোভিড পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষিকা দের ভবিষ্যত প্রজন্মের ছাত্র-ছাত্রীদের শিক্ষার অধিকার কে সুরক্ষিত রাখতে সচেষ্ট হওয়ার পরামর্শ দেন। প্রধান শিক্ষক হাবিবুর রহমান উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সহকারী প্রধান শিক্ষক রমনীকান্ত পাত্র বর্ষব্যাপি প্লাটিনাম জয়ন্তী উদযাপনের রূপরেখা সভায় পেশ করেন। ডাঃ বিধান চন্দ্র ভূঞ্যা প্লাটিনাম জয়ন্তী উদযাপন সফল করার লক্ষে সর্বস্তরের প্রাক্তন ছাত্র ও অভিভাবক অভিভাবিকা সহ জনগণের সাহায্য ও সহযোগিতার অাহ্বান জানান।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *