গৌরীশংকর মহাপাত্র এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা -২এর ঐতিহ্যবাহী বালিঘাই জগন্নাথজীউ সেবা সমিতির ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় শনিবার। সাংস্কৃতিক মঞ্চে সংস্থার পতাকা উত্তোলন করে সাধারণ সভার উদ্বোধন করেন সংস্থার সভাপতি অম্বিকেশ মহাপাত্র।সভার শুরুতে কোভিডে প্রয়াতদের স্মৃতিতে ১ মিনিট নীরবতা পালনে

    শ্রদ্ধা জানিয়ে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সংস্থার কর্ণধার সমাজসেবী আশীষ ধাওয়া। গত আর্থিক বর্ষে দুই মহকুমা জুড়ে সহযোগী ৫৫টি ক্লাব কে সাথে নিয়ে লকডাউনে ৮০০০ পরিবারে খাদ্য সামগ্রী, ১০,০০০কে মাক ও স‍্যানি টাইজার,২০০০ পরিবারে মশারি বিতরণ, কয়েক জনকে চিকিৎসায় আর্থিক সাহায্য,রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির,দুর্গোৎসবে ক্লাব গুলি কে ১ লক্ষ করে সহায়তা, ক্লাব গুলিকে শীতবস্ত্র দান, ৩টি ক্লাবকে গৃহনির্মাণে ২০ হাজার করে আর্থিক সাহায্যেরমত সেবা কর্মসূচির ধারাবাহিকতা উল্লেখ করেন। নারী শিক্ষা প্রসারে বালিকা বিদ্যালয় স্থাপনের স্থান নির্বাচন এবং বৃদ্ধাশ্রম নির্মাণের উদ্যোগ গ্রহণ ও অগ্ৰগতি তুলে
      ধরেন। কোষাধ্যক্ষ রঞ্জন ধাওয়া আয় ব‍্যায়ের হিসাব উপস্থাপন করে জানান এপর্যন্ত আয় ১৪লক্ষ ৯২হাজার ৫৩১, ব‍্যায়১৩লক্ষ ১২হাজার ২৫৭,ব‍্যাঙ্কে স্থিতি ১লক্ষ ৮০হাজার ২৭১ টাকা।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি অহীন্দ্রনারায়ন রায়, জাতীয় শিক্ষক অমিয় বরণ ভৌমিক, অন্যতম কর্মকর্তা কলিয়াচক সংস্কৃত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড:দেবীপদ রথ, মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রকাশ রায় চৌধুরী প্রমুখ, বিবেকানন্দ পঞ্চায়েতের প্রাক্তন উপ প্রধান ধনঞ্জয় সিংহ, বিরোজা কান্ত প্রধান , সোমনাথ প্রধান প্রমুখ।সংস্থার ১৫০ সদস্য অংশগ্রহণ করেন। সঞ্চালনায় সংস্থার সহ-সম্পাদক জন্মেঞ্জয় প্রধান। সংস্থার বার্ষিক কর্মসূচি শুরু বাসন্তী পঞ্চমীর পূজার্চনায় কয়েকদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান, সপ্তমী অষ্টমী নবমী দশমী ৪ দিন কয়েক হাজার মানুষের নরনারায়ন সেবার মধ্য দিয়ে। এদিন
        সান্ধ্যকালীন প্রীতি ভোজে বার্ষিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠান করোনা স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হয়। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সম্পাদক আশীষ ধাওয়া।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *