গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পটাশপুর-১এর অধীন অমর্ষি-১পঞ্চায়েতের পূর্ব মজিগাঁয় “স্বামী বিবেকানন্দ আত্মবিকাশ মন্দির”এর উদ্যোগে রামনবমীর পূর্ণ লগ্নে সাহিত‍্য সভা ও কাব্যগ্রন্থ‍্য প্রকাশনা অনুষ্ঠান হয় বুধবার। শুরুতেই কোভিডে প্রয়াত সাহিত্যজগতে উজ্জ্বল জ্যোতিষ্ক কবি শঙ্খ ঘোষের প্রয়ানকে সাহিত্য জগতে ইন্দ্র পতনের সঙ্গে তুলনা করে শোক প্রকাশসহ আত্মার চির শান্তি কামনায় করে এক মিনিট নীরবতা পালন হয়।সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানানোর পর কবি রাধাগোবিন্দ প্রধানের লেখা কাব্যগ্রন্থ “অপরাহ্নের আলো” এবং “জানতে ইচ্ছে করে” বই দুটি প্রকাশিত হয়। উদ্বোধন করেন “পটাশপুর দর্পণ” পত্রিকার

    সম্পাদক সুমথ নাথ দাস । সাহিত্য সভায় “বর্তমান বঙ্গের ভোটযুদ্ধের বিষাক্ত পরিবেশে’ সাহিত্য ও শক্তি আরাধনার প্রাসঙ্গিকতা” শীর্ষক আলোচনায় পৌরোহিত‍্য করেন ছত্রী বিবেকানন্দ বিদ‍্যাপীঠের প্রাক্তন সহ শিক্ষক হরেন্দ্রনাথ মাইতি। আলোচনায় অংশগ্রহণ করেন সাতমাইল হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সেখ আব্দুল রহিম, কবি নারায়ন চন্দ্র জানা, গুণধর বর্মন, অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রীকুমার বেরা ও প্রভাত কুমার মাল, প্রাবন্ধিক উৎপল বিকাশ দাস প্রমুখ। প্রতিষ্ঠানের কর্ণধার শ্রী শংকর ভট্টাচার্য্য উপস্থিত সকল কবি সাহিত্যিক জ্ঞানী-গুণীদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন -এই সাহিত্যসভা অবিভক্ত পটাশপুরকে এক সঙ্গে মিলিত করার নিদর্শন হয়ে থাকল। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান কবি রাধাগোবিন্দ প্রধান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *