গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদনীপুর। বৃহস্পতিবার এগরার উল্লেখ যোগ্য সাংস্কৃতিক সংস্থা “এগরা কথা ছন্দ”এর পক্ষে সাংস্কৃতিক অভিভাবক করোনায় প্রয়াত কবি শঙ্খ ঘোষ (৮৯)এর ঘরোয়া স্মরণের আয়োজন হয়। প্রয়াত কবির “বাবরের প্রার্থনা”, “কবিতার মুহূর্ত”, “বহুস্বর পড়ে আছে”, “গোটা দেশ জোড়া জৌঘর”, “সামান্য অসামান্য”, “শুধু নীরব শীৎকার “,সীমান্ত বিহীন দেশে দেশে”, প্রভৃতি ৫০ টি লেখা বই জড়ো করে ফটো সাজিয়ে কবিতা, গানে ও আলোচনায় কবিকে স্মরণ করা হয় তার প্রতিকৃতিতে মাল্যদান করে। এই আধুনিক সাহিত্যিকের বর্ণময় কর্মজীবন, সাহিত্য সাধনা, বিভিন্ন প্রতিষ্ঠানে গৌরবের সঙ্গে তার অধ্যাপনা, সাহিত্য আকাদেমী, জ্ঞানপীঠ পুরষ্কারের মত খ্যাতি লাভের প্রসঙ্গ তুলে আলোচনা করেন কথা ছন্দের কর্ণধার বাচিক শিল্পী চক্রধর দাস। আলোচনায় আলোচনায় অংশ চিত্রা দাস, ছন্দা মহাপাত্র, সোনালী ঘোষ, চৈতালি বোস, পৌল শাসমল, সায়নী বেরা, শ্রাবণী কর প্রমুখ সংস্থার কর্মকর্তা শিক্ষার্থী প্রমুখ।