গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর। পটাশপুর-২এর মথুরা পঞ্চায়েতের ঐতিহ্যবাহী সার্বজনীন বাসন্তী পূজা ও মেলা হয় মংরাজ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে।৪৪ তম বর্ষের এই মেলার ৪র্থ দিন রামনবমীতে মেলা প্রাঙ্গণে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৮৫ ছাত্র ছাত্রীকে শিক্ষা সামগ্ৰী ব‍্যাগ বিতরণ করা হয়। বিদ্যালয়ের সহ শিক্ষক সমাজসবী রতন কুমার সাউ পিতা শরৎচন্দ্র সাউর মৃত্যু দিন স্মরণে ১ম,২য়,৩য় শ্রেণীর শিক্ষার্থীর হাতে ব‍্যাগ তুলে দেন। ছাত্রদের উদ্দেশ্যে জানান আগামী দিনে শিশু ও ৪র্থ শ্রেণীর বাকী২৯ ছাত্র ছাত্রীদের ও তিনি ব‍্যাগ দেবেন। শুরুতে ৪৪তম মেলা কমিটির

    অন্যতম সদস্য প্রাক্তন পঞ্চায়েত সদস্য রামশংকর মহাপাত্র সাম্প্রতিক কোভিড পরিস্থিতির দ্বিতীয় ঢেউতে সদ‍্য প্রয়াত কবি শঙ্খ ঘোষের প্রয়ানকে সাহিত্য জগতে ইন্দ্রপতন উল্লেখ করে এ পর্যন্ত বিশিষ্ঠ ক্ষেত্রে প্রয়াত এবং মেলার প্রতিষ্ঠাতা সদস্য উমাশংকর মহাপাত্র, পরেশচন্দ্র মহাপাত্র, যোগেশচন্দ্র মহাপাত্র, নলিনী রঞ্জন ঘোড়ুই, কুলবালা মহাপাত্র, রাধানাথ দাস, চূড়ামনি সাঁতরা, মহেন্দ্র নাথ মন্ডল, ভাকুচরণ দাস প্রমুখ এপর্যন্ত প্রয়াতদের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে মেলার শ্রীবৃদ্ধিতে এদের অবদান উল্লেখ করেন। কোভিড পরিস্থিতি মোকাবেলায় যথাযথ মাক্স, স‍্যানিটাইজার ব‍্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রেখে মেলাকে সহযোগিতার আহ্বান জানান উপস্থিত সমাজসেবী ও চিকিৎসক ক্ষুদিরাম মন্ডল। পিতার স্মৃতিতে বিদ‍্যালয়ের ছাত্র ছাত্রীদের ব‍্যাগ দিয়ে সহযোগিতার মধ্য দিয়ে মেলা সাংস্কৃতিক মঞ্চের শ্রীবৃদ্ধিতে রতন বাবুর এমন উদ্যোগের প্রসংশা করে তাঁকে ধন্যবাদ জানান এগরা প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক গৌরীশংকর মহাপাত্র। তিনি মায়ের কাছে ছাত্র ছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশ করে আগামী দিনে গ্ৰাম, বিদ্যালয় ও এলাকার গৌরববৃদ্ধিতে শক্তিদানের প্রার্থনা জানান। অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেলা কমিটির অন্যতম ভৃগুরাম মন্ডল, কমলাকান্ত মহাপাত্র,তমালতরু মন্ডল, মলয় রঞ্জন দাস প্রমুখ।সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় মেলা কমিটির কোষাধ্যক্ষ গোবিন্দ দাস। শেষে কোলকাতার “তোর নাম লিখেছি হৃদয়ে”,যাত্রা পালা মঞ্চস্ত হয়। সঞ্চালক শ্রী দাস জানান বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিন কোলকাতার যাত্রা মঞ্চস্তের মধ্য দিয়ে ৪৪তম বর্ষের মেলার সমাপ্তি ঘটবে। তিনি শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *