গৌরীশঙ্কর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। খেজুরী-২এর নিজ কসবা অঞ্চলের মেহেদী নগরে বিজেপি বুথ সভাপতির পুকুরে কে বা কারা বিষদেয় শনিবার রাতে। এতে পুকুরের কয়েক ক্যুইন্টাল মাছ মরে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় বুবুন গিরি।তাঁর দাবি ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। এই বিষয়ে তালপাটি
ধকোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করে রবিবার।বিজেপি নেতৃত্বের অভিযোগ শাসকদলের দুষ্কৃতীরা এই অপকর্মের নায়ক। কয়েক দিন ধরে হুমকী, ভীতি প্রদর্শন, বিজেপি কর্মী সমর্থকদের খড়ের গাদায় অগ্নি সংযোগ হয়েছে, গতকাল ঘটল পুকুরে বিষ দেওয়ার মতন ঘটনা। অভিযোগ শাসকদল যতই জনবিচ্ছিন্ন হচ্ছে ততই সমাজবিরোধী কাজকর্ম বাড়তে শুরু করেছে। তৃণমূলের জেলা কো আর্ডিনেটর মামুদ হোসেন বলেন এটা সমাজবিরোধীদের কাজ, এমন কাজ নিন্দনীয়। বিজেপির তৃণমূলের ঘাড়ে দোষ চাপানো একটা কালচার হয়ে দাঁড়িয়েছে,
এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই।২০০৮এর আগে এমন কালচারটি ছিল সি পি এম এর। ঐ লোকগুলিতো এখন বিজেপি দাপিয়ে বেড়াচ্ছে। পুলিশ জানিয়েছেন একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।