শুভম সিং:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।এগরা প্রেসক্লাব” ও “এগরা মহাকুমা বইমেলা”র যৌথ উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৬১ তম জয়ন্তী উদযাপন এবং করোনায় প্রয়াত কবি শঙ্খ ঘোষ ও কল্পবিজ্ঞান সাহিত্যিক অনীশ দেবের স্মৃতিচারণা হয়। রবিবার এই ভার্চুয়াল অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সংস্থা সভাপতি শিক্ষারত্ন বীরকুমার শী। সভাপতির কবি প্রতিকৃতিতে মাল্যদান, সম্পাদকের সাহিত্যিক অনীশ দেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন এবং বই মেলার সহ সম্পাদক সত‍্যব্রত সাউর শঙ্খ ঘোষের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্বাগত ভাষণে সংস্থার সম্পাদক সাংবাদিক গৌরীশংকর মহাপাত্র করোনায় অকালে চলে যাওয়া স্বস্ত্রী কবি শঙ্খ ঘোষ, অনীশ দেবসহ প্রয়াত দের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনসহ সন্তপ্ত পরিবারে সমবেদনা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে কেন ভার্চুয়াল আলোচনা তা তুলে ধরেন। স্মৃতি চারনায় অংশ নেন জাহালদা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক কালিপদ প্রধান,ললাট হাইস্কুলের প্রধান শিক্ষক নবকান্ত জানা, খাড় হাই স্কুলের প্রধান শিক্ষক কমল কুমার পন্ডা, কলিকাতার আরএন টেগোর হাসপাতালের স্বাস্থ্য কর্মী চিন্ময় দাস প্রমুখ। সাতত‍্য সাউ এর প্রাসঙ্গিক আবৃত্তি অনুষ্ঠানকে আলাদা মাত্রা দেয়। অন্যান্যদের মধ্যে অংশ নেন দাউদপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক কিশোর বসু, কানপুর শ্রীগুরু হাইস্কুলের রসায়ন শিক্ষক সুদর্শন প্রধান প্রমুখ। আলোচকদের আলোচনায় বর্তমান সামাজিক প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের সৃষ্টসাহিত‍্য গান, কবিতা, রম‍্যরচনা, ছোট গল্প, নাটকের প্রাসঙ্গিকতা। সমাজ পরিবর্তনে, বিনোদনে,রাজনৈতিক উত্তাপ নিয়ন্ত্রণে রবীন্দ্র সাহিত্যের অবদান, “রবীন্দ্র সাহিত্যে প্রভাবিত শঙ্খ ঘোষ” ও শঙ্খ ঘোষের দৃষ্টিতে রবীন্দ্র সাহিত্য তুল‍্য মূল্যে আলোচিত হয়। সাহিত্য কিভাবে সমাজ জীবনে মেরুদন্ড সোজা রেখে বাঁচতে সাহায্য করে তাষষ উঠে আসে। সাহিত‍্য পিপাসু শিশুদের মানসিক চাহিদা মেটাতে কল্পবিজ্ঞান সাহিত্যিক অনীশ দেবের বর্ণময় সাহিত্য ও সাহিত্যিকের সাধনাময় কর্মজীবন আলোচিত হয়। সমগ্ৰ অনুষ্ঠানে র সঞ্চালনায় বই মেলার সহ সম্পাদক সত‍্যব্রত সাউ। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সভার সভাপতি বীরকুমার শী।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *