গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।কবি,নাট্যকার,সঙ্গীতস্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়ের ১০৯ তম প্রয়াণদিবসে অনাড়ম্বর অনুষ্ঠানে পালিত হয় সোমবার। কাঁথি পৌর প্রশাসক বোর্ডের সদস্য হোসেন কবি প্রতিকৃতিতে মাল‍্যদানে শ্রদ্ধা জ্ঞাপন শেষে বলেন- দ্বিজেন্দ্র লাল রায় ১৯ শে জুলাই ১৮৬৩ সালে নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন।তিনি ডিএল রায় নামে সমাদৃত ছিলেন। তিনি প্রায় ৫০০ গান রচনা করেন।এই গানগুলি সংগীত জগতে দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত।দ্বিজেন্দ্রলাল রায়ের নামের সাথে অবিভক্ত কাঁথি মহকুমার ভগবানপুরের কাজলাগড় রাজবাড়ীর নিবিড় যোগসূত্র ছিল। ১৮৯০ সালে বর্ধমান এস্টেটের সুজামুঠা পরগণার সেটেলমেন্ট অফিসার হিসেবে কর্মরত অবস্হায় বেশ কয়েকবছর ধরে কাজলাগড় রাজবাড়ী তে বসবাস করেছেন।কাজলাগড় দীঘির পাড়ে বকুলতলায় বসে অনেক সাহিত্য কর্মের সৃষ্টি করেছেন। কালের নিয়মে দ্বিজেন্দ্র লাল রায়ের স্মৃতি বিজড়িত কাজলাগড় রাজবাড়ী ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ঝোপঝাড়, গাছগাছালিতে পরিপূর্ণ রাজবাড়ী সাপখোপের বিচরণ ক্ষেত্র। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন হেরিটেজ কতৃপক্ষ কে ই-মেইল বার্তা পাঠিয়ে অবিলম্বে কাজলাগড় রাজবাড়ী সংরক্ষণের অাবেদন জানিয়েছেন। কাজলাগড় রাজবাড়ী সংরক্ষণের মাধ্যমে দ্বিজেন্দ্র লাল রায়ের স্মৃতি রক্ষার প্রশাসনিক উদ্যোগ অাশু জরুরী বলে জানান।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *