গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে লক ডাউনে পরিস্থিতির শিকার ৪০০ আদিবাসী পরিবারের পাশে “টিকরাপাড়া মা লক্ষীপ্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটি মাক্স,স্যানিটাইজার, বিস্কুট, হরলিক্স, আলু, পেঁয়াজ, সাবন, তেল ও মশলা তুলে দেয়। পটাশপুর-২এর খাড়, খড়াই, মালিপাটনা, পটাশপুর -১এর পুষা, তাসিনদা, পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী ও তার পাশ্বরর্তী এলাকায় এই উপহার সামগ্ৰী দেয়।

         টিকরাপাড়া মা লক্ষ্মী প্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটি মানুষের আশীর্বাদ ও ভালোবাসা মাথায় নিয়ে সারা বছর ধরে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেন বলে জানান সোসাইটির সভাপতি সূর্যকান্ত রাউৎ। করোনার আক্রমণ, আমফান, ইয়াসের আক্রমণে আদিবাসী পরিবারগুলির জীবন জীবিকার সংকটে সোসাইটি এই উপহার সামগ্ৰী তুলে দিয়ে  সহযোগিতা করেছে। বহু শুভাকাঙ্ক্ষী মানুষ, জ্ঞানী-গুণীজনএই সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের ধন্যবাদ জানান সোসাইটি সম্পাদক পটাশপুর-২ ব্লকের কৃতী প্রাথমিক শিক্ষক ও সমাজসেবী শিক্ষক রতন কুমার সাউ। বলেন বহু মানুষ এগিয়ে আসায় এই কাজ অনেকটা সহজ হয়েছে। সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে তিনি জানান ২০১০ এ চাকুরী পাওয়ার পর নিজ উদ্যোগে বিপন্ন মানুষের পাশে থাকা শুরু।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *