গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।গৌরীশংকর মহরবিবার এক সাংবাদিক বৈঠকে দল বিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে ৫ বৎসরের জন্য আড়গোয়াল অঞ্চল তৃণমূল সভাপতির পদ থেকে অপসারণ করা হয় অপরেশ সাঁতরা’কে। সাংবাদিক সম্মেলনে দলের ব্লক সভাপতি মৃণাল কান্তি দাস জানান অপরেশবাবুর দল বিরোধী কাজে যুক্ত থাকা, দলে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করা, ভোটে দলের বিরুদ্ধে কাজ করা, দলে থেকে বিজেপিকে সহযোগিতা করার মত মারাত্মক অভিযোগে অভিযুক্ত। দল তার অপসারণ প্রস্তাব জেলা নেতৃত্বের কাছে পাঠায়, জেলা সভাপতি অনুমোদন দেওয়ায় সেই সিদ্ধান্ত জানালাম। তিনি আরো বলেন অপরেশ বাবু আড়গোয়াল পঞ্চায়েতের উপপ্রধান আছেন আগামীদিনের তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা

    হবে। কিন্তু ব্লক কমিটির সিদ্ধান্ত ঘোষনার চব্বিশ ঘন্টার মধ্যেই ক্ষোভ উগরে পাল্টা সাংবাদিক সম্মেলন করেন অপরেশ সাঁতরা ও তার অনুগামীরা। বুকে পোস্টার সাঁটিয়ে অপরেশ বাবুর অনুগামী কার্তিক গঞ্জন’দের মত সমর্থকদের নেতৃত্ব পঞ্চায়েতের দুর্নীতিগ্রস্ত প্রধান মৌমিতা সর্দার পাল এর অপসারণ এবং অধিকারীদের দালাল ব্লক সভাপতি মৃণাল কান্তি দাস ও ব্লক সহ সভাপতি স্বপন কুমার মাইতি অপসারণ দাবি করে। তিনি দস্তুর মত সাংবাদিক সম্মেলন ডেকে বলেন- জেলা ও ব্লক নেতৃত্বের কোনো লিখিত নির্দেশ আমি পাইনি, আমাকে কোন ভাবে বহিষ্কার বা অপসারণের কথা জানান হয় নি, আমি আপনাদের সংবাদ মাধ্যম থেকে যা জেনেছি। আমি দলের কো-অর্ডিনেটর ঝ্য মন্ত্রী অখিল গিরিকে কি সিদ্ধান্ত হয়েছে জানতে চাই, তিনি বলেন- এমন কোন সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই। জেলা সভাপতি রাজ‍্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র জিজ্ঞাসা করি। তিনি বলেন এমন সিদ্ধান্ত হয়নি, এরপর তিনি দলের ব্লক সভাপতি মৃনাল কান্তি দাস এবং ব্লক সহ-সভাপতি স্বপন মাইতির বিরুদ্ধে ক্ষোভের সুর চড়িয়ে তাদের অপসারণের দাবি তোলেন। আরও বলেন- যে দিন আড়গোয়াল পার্টি অফিস আক্রান্ত ও ভাঙচুর হয়, প্রায় ৮ বাড়ি ভাঙচুর ও লুটপাট হয় তখন এই সমস্ত নেতাদের পাওয়া যায়নি। আড়গোয়াল পটাশপুর বিধানসভার মধ্যে না হওয়ায় এই অঞ্চলকে অন্য নজরে দেখা হয়।প্রসঙ্গত গতকাল ব্লক কমিটির আহুত সভায় উপস্থিত ছিলেন বিধায়ক উত্তম বারিক, ব্লক সহ সভাপতি স্বপন মাইতি, দুই জেলা সম্পাদক ঞ্জ সাউ ও গোলকেশ নন্দ গোস্বামী, সাধারন সম্পাদক দুর্গাপদ পাহাডী ও প্রনব কর, সম্পাদক মন্ডলীর মুখলেসুর রহমান, অমিত মন্ডল, সহদেব দাস, রমাকান্ত জানা। ছিলেন সমস্ত অঞ্চল সভাপতি কৃষ্ণেন্দু রায় চৌধুরী, সত্যেশ্বর নন্দী, নীলমাধব দাস অধিকারী, বিজনবন্ধু বাগ,অনুপ হাজরা, বিষ্ণুপদ নায়ক এর প্রায় পূর্ণাঙ্গ ব্লক কমিটি। এই দিন আড়গোয়াল অঞ্চলের নতুন সভাপতি ও সহ সভাপতির নাম ঘোষণা করা হয়। নতুন সভাপতি হরিপদ জানা ও সহ সভাপতি নবকুমার পন্ডা। এ বিষয়ে দলের কো অর্ডিনেটর মৎস্য মন্ত্রী অখিল গিরিকে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে জানান- এমন সিদ্ধান্ত হয় নি এর মধ্যে কোন মিটিংও ছিল না। জেলা সভাপতি সৌমেন মহাপাত্রকে জানতে চাইলে তিনি বলেন এ নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি, তবেএ নিয়ে অপরেশের সঙ্গে ও কোন কথা হয়নি। তবে অপরেশ যা করছে তা ঠিক নয়। ব্লক কমিটি যে সিদ্ধান্ত নেবে তাতে সায় থাকবে জেলা কমিটির। কে অধিকারীদের দালাল তা আমাদেরকে বলে দেওয়ার প্রয়োজন নেই। এর বাইরে তিনি আর কোন কথা বলতে চান নি। সারাদিন এই নিয়ে ব্লক জুড়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরমে।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *