গৌরীশংকর মহাপাত্র, দৈনিক আবেশভূমি, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।বাঙালির বারো মাসে তেরো পার্বণের এক পার্বণ অক্ষয় তৃতীয়া ।বৈশাখ মাসের এই ধর্মীয় তিথিতে সবাই যখন ব্যাবসার হাল খাতার অনুষ্ঠানে, কেউ কেউ দানধ্যান পুণ্য কর্মে ব্যাস্ত। বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির কর্ণধার আশিস ধাওয়া ও তার পরিবার সেই ধারা মেনে বুধবার ৬০ জন সংখ্যালঘু এবং ২০জন ব্রাহ্মণকে নতুন বস্ত্র শাড়ি, লুঙ্গি, ধূতি, প্রনামী, সেলামি যাতায়াত খরচসহ মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করে বরাবরের পরম্পরা রক্ষা করলেন। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে আশীষ বাবু জানান “ধর্ম যে যার উৎসব সবার” ,ছোট থেকে বাইঘাই সংলগ্ন
আমাদের জমিদারীর কমলপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষের সঙ্গে মানুষের সঙ্গে ওঠা বসা। এদের সঙ্গে আমাদের সম্পর্ক দাদা ভাইয়ের। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া”, কবি নজরুলের এই কবিতার লাইন তুলে বলেন- যেভাবে ধর্ম নিয়ে সংকীর্ণ বিভাজন চলছে আমর ও আমার বাবা, পূর্ব পুরুষ ফকির দাস ধাওয়ারা তা বিশ্বাস করেন না। সংখ্যালঘুদের সঙ্গে সম্পর্ক মধুর। তাই বরাবরের মতন এবারও
সম্প্রীতির বার্তা দিয়েই আমাদের পরিবারের এই কর্মসূচি।এদিন এই কর্তসূচীতে সঙ্গে ছিলেন আশিস বাবুর সহধর্মিনী তনুশ্রী ধাওয়া এবং একমাত্র পুত্র সোহেল ধাওয়া। এ বৎসর কয়েক জোড়া গণবিবাহ ও রথযাত্রায় আবেদনকারি ৪০টি সৌখিন যাত্রা থেকে বাছাই করা ১০ জোড়া প্রতিয়োগিতার আগাম পরিকল্পনার কথা জানান। উপস্থিত সংখ্যালঘু ও পুরোহিতদের এ বিষয়ে সহযোগিতার আহ্বান জানান।