গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।তৃণমূল সন্ত্রাসে বিপর্যস্ত অসহায় বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে ভগবানপুর বিধানসভার ভূপতিনগর এলাকার একাধিক ঘরছাড়া সমর্থকদের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি কে সঙ্গে নিয়ে সোমবার ভূপতিনগর থানার বিভিন্ন এলাকায় এলাকা ঘুরে অসহায় কর্মীদের সঙ্গে কথা বললেন, আগামী দিনে পাশে থাকার ও আইনী লড়াইর আশ্বাস দেন। বিপুল আসন নিয়ে ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেসের অত‍্যাচারে একাধিক বিজেপি কর্মী বাড়ি ছাড়া হয় বলে দাবি বিজেপি নেতৃত্বের। আদালতের

    নির্দেশ মেনে ঘরছাড়া বিজেপি কর্মীদের বাড়ি ফেরায় শুরু হয় তুমুল কংগ্রেসের দুষ্কৃতীদের নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের উপর নির্মম অত্যাচার।এদিন দুপুরে বোমা বন্দুক আগ্নেয়াস্ত্র নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িঘর আক্রান্ত হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা। অভিযোগ ভাঙচুর করা হয় প্রায় ৩০ টি বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি, আহত হয়েছেন একাধিক বিজেপি কর্মী সমর্থক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নামে পুলিশ বাহিনী। যদিও তৃণমূল কংগ্রেস এ দায় অস্বীকার করেছে, তাদের দাবি বিজেপি কর্মীরা তাদের কর্মীদের উপর সন্ত্রাস শুরু করেছে, সুবিচার চাইতে মানবাধিকার কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দেন।
            শুভেন্দুবাবু ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলার লিগ‍্যাল সেলের কনভেনার কৃষ্ণকান্ত বারুইর পরিবারে যান, তার পরিবারের সঙ্গে কথা বলেন। শুভেন্দু বাবুকে পেয়ে তার পায়ে পড়ে কান্না কাটি করেন এবং তৃণমূলের দ্বারা অত্যাচারিত হওয়া পরিবারের মহিলারা ঘটনার সবিশেষ জানান।এদিন তার সঙ্গে ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তীও। বিরোধী দল নেতা স্থানীয় প্রতিনিধি দলকে নিয়ে ভূপতিনগর থানায় যান এবং অবিলম্বে এলাকায় সন্ত্রাস বন্ধ করা ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা দাবি জানান। এদিকে ভূপতিনগর পুলিশ এলাকায় লুটপাট ও সন্ত্রাসের ঘটনায় যুক্ত ৬ জনকে গ্রেফতার করে ।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *