গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেক্স:এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।ইয়াস বিধ্বস্ত পরিস্থিতির কথা চিন্তা করে” বিশ্ব ম্যানগ্রোভ দিবসে ” সোমবার শুরু হয় দীঘা উপকূলে ৫কোটি ম‍্যানগ্ৰোভ বৃক্ষ রোপন।

         রামনগর-১ এর অন্তর্গত দীঘার ঝাউগেরিয়া মৌজাতে বন মহৎ উৎসবের শুভ সূচনা করেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি,সঙ্গে জেলা শাসক পূর্ণেন্দু মাঝি,জেলা সভাধিপতি দেবব্রত দাস, জেলা বনাধিকারি অনুপম সেন, জেলা বন ও ভূমি কর্মাধ‍্যক্ষ মৃনালকান্তি দাস, রামনগর-১পঞ্চায়েত সমিতির সভপতি সম্পা মহাপাত্র, মহকুমা শাসক আদিত‍্যম বিক্রম মোহন হিরাণী, অতিরিক্ত পুলিশ সুপার মানব সিংহল, বিডিও বিষ্ণুপদ রায়, পর্ষদ প্রশাসক  মানস মন্ডল প্রমুখ আধিকারিক গণ।উদ্বোধক রাজ‍্যের মৎস্য মন্ত্রী তার বক্তব্যে বলেন- শুধু গাছ লাগলে হবে না তার সঠিক পরিচর্চা প্রয়োজন। এই নয় ঢাকঢোল পিটিয়ে সূচনা করলাম কিন্তু রক্ষণ বেক্ষন হলো না সেটা যেন না হয়। পঞ্চায়েত ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই কাজে সম্পূর্ণ নিয়োজিত করতে হবে যাতে করে পরিচর্চা ও দেখভাল সঠিক মত হয়।”  জেলার উপ কূলে ৫৩০ হেক্টরে এই চারা লাগানোর পরিকল্পনা।শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান পঞ্চায়েত সমিতির সভাপতি।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *