গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।বাম সংগঠক সমাজসেবী ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রণবেশ রায়(৭৫) আজ সোমবার মেডিকেল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেলা২-১৫ এ চিকিৎসক ও প্রিয়জনদের সব চেষ্টা ব‍্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দেন। মঞ্জুশ্রী পঞ্চায়েতের এই প্রাক্তন সদস্য মাধবপুর থেকে ৯৩-৯৮ নির্বাচিত বামপন্থী দলের সদস্য থেকে এলাকার উন্নয়নে বলিষ্ট নেতৃত্ব দিয়েছেন। এগরা-২ এর সি পি আএমের অন্যতম সংগঠক, দলের বালিঘাই এরিয়া কমিটির সদস্য, সারা ভারত খেত মজুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, এগরা- ২ ব্লক কমিটির এই সভাপতি ছিলেন সদা হাস্যময় সাদা পোশাকের নিপাট ভদ্র রাজনীতিক। গ্ৰাম‍্য সালিশি সভায় তার ভূমিকা ছিল অনবদ্য, তার তীক্ষ্ণ বৈষয়িক বুদ্ধি মত্তার দৌলতে ডান-বাম সবার কাছে গ্রহণযোগ্যতা ছিল অসীম। গ্রাম পঞ্চায়েত অফিস নির্মাণে, বি ডিও অফিস তৈরিতে তার ভূমিকা সবাই স্বীকার করে। তখন কার দিনের এই গ্ৰাজুয়েট পার্টি কর্মী চাকুরীর সুযোগ উপেক্ষা করে রাজনীতির সর্বক্ষণের এই কর্মী কিছু দিন আগে প্রোস্টেট সমস্যা নিয়ে ভুবনেশ্বর এইমসে যান, সেখানে ক্যান্সার ধরা পড়ে। গত বিধানসভা নির্বাচনে অসুস্থতা নিয়েও নির্বাচন পরিচালনা করেন। ২৪ শে জুলাই বাড়া-বাড়ি হলে অসুস্থতায় নিয়ে এগরা হাসপাতাল হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে যান আজ সে খানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি রেখে গেলেন অশতিপর বৃদ্ধা মা, স্ত্রী, দুই পুত্র পুত্রবধূ, দুই মেয়ে জামাতা, বৌমা নাতি নাতনি, অনুরাগী ও অসংখ্য গুণমুগ্ধ। তার মৃত্যুতে শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবার বর্গকে সমবেদনা জানান মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপপ্রধান প্রকাশ রায় চৌধুরী। শোক জানিয়েছেন সি পিআই এম পার্টির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক নিরঞ্জন সিহি, সম্পাদক মণ্ডলীর সদস্য হিমাংশু দাস ,সুব্রত পন্ডা, আশিষ প্রামাণিক, জেলা কমিটির সদস্য কৃষ্ণপদ মাইতি প্রমুখ। প্রিয় পার্টি কর্মীকে লাল কাপড়ে মুড়ে চোখের জলে শেষ শ্রদ্ধা জানান। এদিন রাতে গ্রাম্য শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *